ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুদকের মামলায় এমপি বদির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

প্রকাশিত: ০৬:২৯, ৬ এপ্রিল ২০১৭

দুদকের মামলায় এমপি বদির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় টেকনাফের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রুহুল আমিনের আদালতে বদির আইনজীবীরা শুনানির জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে পরবর্তীতে শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। বুধবার আদালতে হাজির হন বদি। তার বিরুদ্ধে ৭৯ লাখ ৩৭ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৫৬ লাখ ১১ হাজার ৫শ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয় মামলায়। জরুরী সরকার আমলে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেছিলেন দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ। নর্দান ভার্সিটিতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কোর্স চালু নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে বুধবার চীনা ভাষা ও সংস্কৃতি শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। কোর্স উদ্বোধন অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি খুলনার উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক, গবেষক ও চীনা ভাষার প্রমোটর লেঃ কর্নেল (অব) শাহাদাৎ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয়প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি সচিবালয়ে আজ পাসপোর্ট অফিস চালু বিশেষ প্রতিনিধি ॥ সচিবালয়ের ভেতরে একটি অফিস চালু করতে যাচ্ছে পাসপোর্ট অধিদফতর। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অফিসটি উদ্বোধন করবেন। পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাসুদ রেজওয়ান বলেন, এই অফিসে সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারীরা ও তাদের পরিবার পাসপোর্ট করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংলগ্ন উত্তর পাশে একতলা একটি ভবনে অফিসটি চালু হবে। বুধবার গিয়ে দেখা যায়, তিন কক্ষের একতলা ভবনে তিনজন জনবলের এই অফিসের সব প্রস্তুতি চূড়ান্ত।
×