ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্রাইডাল জুয়েলারি মেলা শুরু

প্রকাশিত: ০৬:২৯, ৬ এপ্রিল ২০১৭

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্রাইডাল জুয়েলারি মেলা শুরু

জমকালো আয়োজনে বুধবার উদ্বোধন করা হলো- ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্রাইডাল জুয়েলারি ফেয়ার। হোটেল ওয়েস্টিনের বলরুমে এ মেলার ফিতা কেটে উদ্বোধন করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক এবং বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা। ক্রেতাদের হাতে আন্তর্জাতিক মানসম্পন্ন ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারি ও লাইফ স্টাইল পণ্য তুলে দিতেই এ মেলার আয়োজন করেছে ডায়মন্ড ওয়ার্ল্ড। মেলার শেষদিনে থাকছে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং চলবে সাত এপ্রিল ২০১৭ পর্যন্ত। মেলা শুরু হবে প্রতিদিন বেলা ১১টায়। এছাড়াও শুভ নববর্ষ ১৪২৪-কে আমন্ত্রণ জানাতে এবং প্রিয় মুহূর্তকে ভালবাসার রঙে-রাঙিয়ে দিতে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিটি শোরুমে চলছে বৈশাখী ঝড়ো অফার! অফার চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। -বিজ্ঞপ্তি টিউলিপ প্রদর্শনী সিঙ্গাপুরে বে এলাকার বাগানে এখন টিউলিপ ফুলের প্রদর্শনী চলছে। দর্শকরা বুধবার বাগানে নানা রঙের টিউলিপ ফুলের ছবি তুলছেন। ডারউইন হাইব্রিড টিউলিপসহ এক শ’র বেশি প্রকারের টিউলিপ এ প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে। -এএফপি ভল্লুক শাবকের যত্ন এক শিকারী মা ভল্লুককে মেরে ফেলায় অসহায় হয়ে পড়ে শাবক মাশা ও ব্রুন্ডো। এদের উদ্ধার করা হয়। মন্টিনিগ্রোর রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরে ব্লিসনা গ্রামে এক নারী মাশাকে ফিডারে করে দুধ খাওয়াচ্ছেন। দেশটির পার্বত্য এলাকায় ৫০ থেকে এক শ’ বাদামী ভল্লুক আছে। -এএফপি
×