ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিস্তা চুক্তি না হলে ভারত সফর বৃথা হবে ॥ ড. মোশাররফ

প্রকাশিত: ০৬:২৯, ৬ এপ্রিল ২০১৭

তিস্তা চুক্তি না হলে ভারত সফর বৃথা হবে ॥ ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ তিস্তা চুক্তি না হলে প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠন মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মোশাররফ বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিরক্ষা চুক্তি হবে বলে শোনা যাচ্ছে। এ ধরনের চুক্তি হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এ চুক্তিসহ জনবিরোধী যে কোন চুক্তি হলে তা দেশের মানুষ মেনে নেবে না। এ ধরনের চুক্তি থেকে সরে থাকার জন্য ভারতের সরকারকে অনুরোধ জানান তিনি। ড. মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে নাকি ৩৩টি চুক্তি করবেন। তবে যত চুক্তিই করা হোক না কেন তিস্তা চুক্তি না হলে প্রধানমন্ত্রীর ভারত সফর বৃথা হবে। কিন্তু সরকার তিস্তা চুক্তি করার চেষ্টা না করে প্রতিরক্ষা চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। কি কারণে সরকার তিস্তাকে প্রাধান্য না দিয়ে প্রতিরক্ষা চুক্তিকে আবশ্যক মনে করছে তা বুঝতে পারছি না। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেনÑ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাবেক সভাপতি নুরে আরা সাফা, বর্তমান সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ। ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আগে গণভোট নেয়ার দাবি হাফিজের ॥ ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আগে সরকারকে গণভোট নেয়ার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সাউথ এশিয়া ইয়ুথ ফর পিচ এ্যান্ড প্রোসপারিটি সোসাইটি’ নামক একটি সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডাঃ জাফরউল্লাহ চৌধুরী বলেন, আমাদের প্রধানমন্ত্রী এত বোকা নন। ওনার প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দেশপ্রেম আছে। সুতরাং আমরা আশাবাদী হতে পারি, ওনি ভারতের সঙ্গে সামরিক চুক্তি করবেন না। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক সাজ্জাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।
×