ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ালটন সাইকেল র‌্যালি শুরু

প্রকাশিত: ০৬:২৭, ৬ এপ্রিল ২০১৭

ওয়ালটন সাইকেল র‌্যালি শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও পশ্চিমবঙ্গের ফুটবল লাভার্স এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বুধবার কলকাতা থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালি।’ ১১ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ হবে এই সম্প্রীতি যাত্রা। বুধবার সকালে কলকাতার দমদমে ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র‌্যালির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ফুটবল লাভার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাবেক জাতীয় ফুটবলার ও ক্রীড়া ধারাভাষ্যকার মিহির দাস, ফুটবল লাভার্স এ্যাসোসিয়েশনের অনুপ গুহ ও কমলেশ চ্যাটার্জী, প্রতিযোগিতার সহযোগী সংগঠন নড়াইল এসএম সুলতান শিশু ও চারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফসহ কলকাতার সাইক্লিস্টরা। এবারের সাইকেল র‌্যালিতে পশ্চিমবঙ্গের ১২ ও বাংলাদেশের ৮ সাইক্লিস্ট অংশ নিচ্ছেন। ৬ এপ্রিল বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে র‌্যালি। সেখান থেকে যশোর-নড়াইল-ফরিদপুর-মানিকগঞ্জ হয়ে ১১ এপ্রিল ঢাকায় আসবে। ওয়ালটন গ্রুপ সাইক্লিস্টদের ট্রাকস্যুট ও জার্সি দিয়েছে। সিনিয়র ডিভিশন ফুটবলে বাড্ডা-বীমা ড্র স্পোর্টস রিপোর্টার ॥ চলছে ঢাকা মহানগরী সাইফ পাওয়ারটেক সিনিয়র ডিভিশন ফুটবল লীগ। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বুধবারের খেলায় বাড্ডা জাগরণী সংসদ গোলশূন্য ড্র করে সাধারণ বীমা ক্রীড়া সংঘের সঙ্গে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি বাস্কেটবল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বুধবার ধানম-ি বাস্কেটবল জিমনেশিয়ামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নীল দল ৩৫-৩০ পয়েন্টে সবুজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
×