ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদ্রিদ ডার্বির আগে জয় এ্যাটলেটিকোর

প্রকাশিত: ০৬:২৭, ৬ এপ্রিল ২০১৭

মাদ্রিদ ডার্বির আগে জয় এ্যাটলেটিকোর

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় ঘাম ঝরানো জয় পেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে এ্যাটলেটিকো ১-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। এই জয়ে খুশি দলটির আর্জেন্টাইন কোচ দিয়াগো সিমিওনে। ম্যাচে এ্যাটলেটিকোর হয়ে গোলের অসংখ্য সুযোগ লাভ করেন ফার্নান্ডো টোরেস, ইয়ানিক কারাসকো ও এ্যাঞ্জেল কোরো। তবে কেউই সফল হতে পারেননি। শেষ পর্যন্ত ফিলিপে লুইসের সফলতায় পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পেরেছে এ্যাটলেটিকো। এ জয়ের ফলে সেভিয়াকে পেছনে রেখে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান নিশ্চিত করেছে দলটি। পয়েন্ট টেবিলে ৭ পয়েন্টে এগিয়ে থাকার পাশাপাশি রিয়াল মাদ্রিদের হাতে এখনও এ্যাটলেটিকোর চেয়ে দুটি ম্যাচ বেশি হাতে আছে। আগামী শনিবার মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে এই ক্লাব দুটি। লা লিগায় টানা পাঁচ ম্যাচে জয়ের ফলে আত্মবিশ্বাস নিয়ে সান্টিয়াগো বার্নাব্যু সফরে যাবে সিমিওনে বাহিনী। ম্যাচ শেষে আর্জেন্টাইন এই কোচ বলেন, প্রথম ১৫ মিনিট নিজেদের ধাতস্থ করে নেয়ার পর বাকি সময় আমরা নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছি। গোলের সুযোগ সৃষ্টি করার জন্য আমরা প্রতিপক্ষ দলটিকে সর্বোচ্চ চাপের মধ্যে রেখেছি। এই জয়টি ছিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
×