ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি২০’র নতুন অধিনায়ক সাকিব!

প্রকাশিত: ০৬:২৫, ৬ এপ্রিল ২০১৭

টি২০’র নতুন অধিনায়ক সাকিব!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার আজকের টি২০ ম্যাচটি শেষ হতেই আন্তর্জাতিক টি২০ থেকে মাশরাফি বিন মর্তুজার অধ্যায়ও শেষ হয়ে যাচ্ছে। আজকের ম্যাচটি খেলেই টি২০ ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মাশরাফি। তার অবসরের সঙ্গে সঙ্গে টি২০ ক্রিকেটে বাংলাদেশের অধিনায়কের পদটিও শূন্য হয়ে যাচ্ছে। সেই পদে কে বসবেন? স্বাভাবিকভাবেই এখন টি২০ দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসানেরই সেই স্থানে আসীন হওয়ার কথা। তিনি তা হবেনও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সেই ইঙ্গিত দিয়েও দিয়েছেন। কলম্বোয় সাংবাদিকদের পাপন জানিয়েছেন, ‘দেখুন অধিনায়ক হিসেবে আমাদের ভাবনা সবসময় মুশফিক, সাকিব, মাশরাফি, তামিম ও মাহমুদুল্লাহকে ঘিরেই। এখন মুশফিক, মাশরাফি বাদে থাকে তামিম, মাহমুদুল্লাহ ও সাকিব। সাকিব যেহেতু সহ-অধিনায়ক, তাই আমরা মনে করি টি২০’র অধিনায়ক সাকিবই হওয়া উচিত। ওর যে ফর্ম, মানসিকতা সবদিক দিয়েই সাকিবকে অনেক বেশি পরিণত মনে হচ্ছে।’ বিপিএলে মাহমুদুল্লাহ রিয়াদ পরিণত নেতৃত্ব দেখিয়েছেন। টি২০তে মাহমুদুল্লাহ দুর্দান্ত অধিনায়কও। মাশরাফির পরে মাহমুদুল্লাহকেই তা ভাবা যায়। কিন্তু পাপন বলছেন, ‘ওর (সাকিবের) সঙ্গে মাহমুদুল্লাহর আসাটা খুব কঠিন হবে।’ তবে ওয়ানডে নেতৃত্বে যে মাশরাফিই সেরা, তা মানছেন পাপন। আর ওয়ানডের নেতৃত্ব মাশরাফির কাঁধেই থাকছে বলেও জানিয়েছেন, ‘ওয়ানডের অধিনায়কত্ব পরিবর্তন হওয়ার কোন সুযোগ নেই। এক বছর আগেও আমরা মনে করেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাটাই হয়তো ওর জন্য কঠিন। কিন্তু এখন মনে হচ্ছে মাশরাফি ওয়ানডে খেলবে আরও অনেকদিন।’ এসব বলার সময় মাশরাফির অবসর নিয়ে যে আবেগাপ্লুতও হয়ে ওঠেন বিসিবি সভাপতি। জানান, ‘ওর যে নেতৃত্ব গুণ, দল ও দেশের প্রতি ওর যে টান, ভালবাসা, আত্মত্যাগ। এটা খুবই বিরল। সুতরাং মাশরাফি এমন একজন খেলোয়াড়, যাকে বাংলাদেশের ক্রিকেট সবসময়ই মিস করবে। ও অধিনায়কত্ব না করলেও আমরা মিস করব। পুরোপুরি অবসর নিয়ে নিলেও আমরা তাকে মিস করব। আমরা ভাল খেলোয়াড় হয়তো আরও পাব। কিন্তু আরও একজন মাশরাফিকে পাওয়া খুবই কঠিন।’ এদিকে বিসিবির সহ-সভাপতি মাহবুবুল আনাম মনে করেন, ‘মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের একটা স্তম্ভ।’ মাশরাফির টি২০কে বিদায় জানানো নিয়ে এরই মধ্যে দেশের ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে হতাশা। মাহবুবুল আনাম বলেন, ‘দলে তরুণদের সুযোগ দিতেই মাশরাফির এই সিদ্ধান্ত। সেখানে অন্য কাউকে জায়গা করে দেয়ার জন্যই সে সরে গেছেন। এ রকম মহৎ উদ্দেশ্য নিয়ে জাতীয় দলের অন্য ক্রিকেটারকে সরে যেতে আমি দেখিনি। বাংলাদেশ ক্রিকেট আজকের যে অবস্থানে এসেছে সেখানে মাশরাফির অবদান প্রচুর পরিমাণে রয়েছে।’ মাহবুব আনাম এ সময় আরও বলেন, ‘আমি সবসময় বলেছি মাশরাফি বড় হৃদয়ের ক্রিকেটার। তার সমতুল্য খেলোয়াড় আমি আজ অবধি বাংলাদেশ ক্রিকেটে দেখিনি। তাকে পূরণ করা বাংলাদেশ দলের পক্ষে সহজ হবে না। ওর মতো খেলোয়াড় এক যুগে একটার বেশি আসে না। এ সিদ্ধান্ত তার একক এবং সে যে সিদ্ধান্ত নিবে সেটাই বড়। সে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছে।’ সেই সিদ্ধান্ত সাকিবকে বাংলাদেশ টি২০ ক্রিকেটের অধিনায়কও বানিয়ে দিচ্ছে।
×