ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজিতে হেরে

প্রকাশিত: ০৬:০২, ৬ এপ্রিল ২০১৭

বাজিতে হেরে

বড় রাস্তা দিয়ে একের পর এক গাড়ি হু হু করে ছুটে চলেছে। সকলেরই নজর আটকে যাচ্ছে একটা অদ্ভুত দৃশ্যে। রাস্তার ধারের নির্দেশিকা লাগানো সারা গায়ে টেপ জড়িয়ে একটি পোস্টের সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাঁধা অবস্থায় ঝুলছে এক যুবক। কে বা কারা তাকে বেঁধে রেখে চম্পট দিয়েছে। এ অদ্ভুত দৃশ্য দেখতে গিয়ে নির্দিষ্ট ওই ক্রসিংয়ে কমে যাচ্ছে গাড়ির গতিও। এই দৃশ্য দেখে অনেকেই ওই যুবককে মুক্ত করতে ফোন করেছেন পুলিশে। ঘন ঘন ফোন পেয়ে পুলিশও পৌঁছায় ঘটনাস্থলে। পোস্টের সঙ্গে বাঁধা অবস্থায় ঝুলে থাকা যুবককে দেখে হতবাক হয়ে যান তারাও। ইতোমধ্যে পুলিশ কর্মকর্তারা লক্ষ্য করেন, আর এক যুবক ছুরি হাতে পা টিপে টিপে এগিয়ে আসছে পোস্টে বাঁধা ওই যুবকের দিকেই। একটুও দেরি না করে পুলিশ রিভলভার বের করে ওই দ্বিতীয় যুবকের দিকে তাক করে তাকে তার হাতের অস্ত্রটি ফেলতে বলে। একটুও দেরি না করে ছুরি ফেলে দু’হাত ওপরে তুলে দ্বিতীয় যুবকটি ধরা দেয় পুলিশের কাছে। আর এই দ্বিতীয় যুবককে জিজ্ঞাসাবাদ করেই পোস্টে বাঁধা ওই যুবকের দুরবস্থার নেপথ্য কাহিনী সামনে আসে। জানা যায়, অনলাইন গেমে বাজি ধরে হেরে যান মিগুয়েল স্যাভেজ। বাজির শর্ত অনুযায়ী তার বাকি বন্ধুরা তাকে ওইভাবে পোস্টের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রেখে চম্পট দেয়। ঘটনা শোনার পর যুবককে বাঁধনমুক্ত করে বাড়ি পৌঁছে দেয় পুলিশ। বন্ধুদের বিরুদ্ধে মিগুয়েলের কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় কাউকেই গ্রেফতার করা হয়নি। দ্বিতীয় যুবকটি মিগুয়েলের সেই বাজিতে জেতা বন্ধুদের একজন। বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ানোয় ভয় পেয়ে মিগুয়েলের বাঁধন খুলতে আসছিলেন তিনি। দিন তিনেক আগে অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হস্টন শহরে। -ওয়েবসাইট
×