ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোবটকে বিয়ে!

প্রকাশিত: ০৬:০১, ৬ এপ্রিল ২০১৭

রোবটকে বিয়ে!

চীনের হাংঝু প্রদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ঝেং জিয়ালিয়া (৩১)। সম্প্রতি তিনি এক বছর বয়সী একটি নারী রোবটকে বিয়ে করে খবরের শিরোনাম হয়েছেন। তিনি নিজেই রোবটটি তৈরি করেছেন। রোবটটির নাম ইংইং। ঝেং ২০১১ সালে ঝিজিয়া ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এরপর তিনি টেক জায়ান্ট হুয়াইতে তিন বছর কাজ করেন। গত বছর তিনি একটি মনুষ্যআকৃতির স্মার্ট রোবটের ওপর কাজ করেন। এরপর তার নিজ হাতে গড়া স্মার্ট রোবটকে বিয়ে করেন। ইংইং কিছু শব্দ বলতে পারে এবং চীনা চরিত্র ও ছবি শনাক্ত করতে সক্ষম। এর ওজন ৩০ কিলোগ্রাম। ইংইংয়ের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে ঝেংয়ের মা ও কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। বন্ধুদের একজন জানান, তরুণ প্রকৌশলী অতীতে বড় ধরনের মানসিক আঘাত পেয়েছিলেন। এরপর থেকেই তিনি জীবনসঙ্গী খুঁজতে থাকেন। তবে ঝেং বলেন, তারা বন্ধু মজা করেছেন মাত্র। তিনি জানান, তিনি তার স্ত্রী রোবটকে কথা বলা, হাঁটা এবং কিছু গৃহস্থালি কাজ করার সক্ষমতার ওপর কাজ করার পরিকল্পনা করছেন। -অডিটিসেন্ট্রাল
×