ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব শুরু

প্রকাশিত: ০৬:০০, ৬ এপ্রিল ২০১৭

সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব শুরু

স্টাফ রিপোর্টার ॥ একসঙ্গে বহু পরিচয়কে ধারণ করেছিলেন সৈয়দ বদরুদ্দীন হোসাইন। ভাষাসৈনিক, শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও শিক্ষক পরিচয়ের পাশাপাশি যুক্ত ছিলেন নাট্য আন্দোলনে। প্রয়াত এই বরেণ্য ব্যক্তিত্বের ৯৪তম জন্মদিন ১১ এপ্রিল। তার জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ২০১৭’। আর উৎসবের অংশ হিসেবে রয়েছে স্মারক সম্মাননা। ‘সকল বৈষম্যের উর্ধে জাগোরে নবীন প্রাণ’ স্লোগানে সপ্তাহব্যাপী এ উৎসবের আয়োজক পদাতিক নাট্য সংসদ (টিএসসি)। বুধবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে উৎসবের সূচনা হয়। ঢাকের বাদ্যের তালে তালে পদাতিকের নাট্যকর্মীদের সমবেত কণ্ঠে ‘মঙ্গল দীপ জ্বেলে/অন্ধকারে দু’চোখ আলোয় ভরো প্রভু’ গানটির সুরে সুরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন হয়। বিগত বছরগুলোতে স্মারক প্রাপ্তরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন। উৎসব উদ্বোধন করতে এসেছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, কেরামত মাওলা, মামুনুর রশীদ, ড. এনামুল হক ও ম. হামিদ। অষ্টমবারের এ উৎসবে সম্মাননা পাচ্ছেন এসএম সোলায়মান (মণোত্তর) ও লাকী ইনাম। আগামীকাল শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে স্মারক সম্মাননা তুলে দেবেন প্রধান অতিথি জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান ও বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস। পদাতিকের দলপ্রধান সৈয়দ তাসনিম হোসাইনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কলকাতার কার্টেন কলের দলপ্রধান তীর্থংকর চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বিশ্বে সৌম্যের আধিক্য বিদ্যমান। এ বৈষম্যকে সাংস্কৃতিক শক্তি দিয়ে প্রতিহত করতে হবে। এগিয়ে নিতে হবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে। থিয়েটার চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের পথ পাড়ি দিতে হবে। এর আগে সাংস্কৃতিক আয়োজনে দলীয় আবৃত্তি করে স্রোত আবৃত্তি সংসদ। মাইম পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম এ্যাকশন। দলীয় সঙ্গীত ও পথনাটক পরিবেশন করে পদাতিক নাট্য সংসদের সদস্যরা। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ হয় প্রাচ্যনাটের নাটক ‘কইন্যা’। সিলেট-সুনামগঞ্জ হাওড়াঞ্চলের লৌকিকতা নিয়ে নাটকটি রচনা করেছেন মুরাদ খান এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। অন্যদিকে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় বটতলা প্রযোজনা ‘ক্রাচের কর্নেল’। শাহাদুজ্জামানের উপন্যাস থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার এবং নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। আয়োজকরা জানান, এবারের উৎসবে বাংলাদেশ ও ভারতের ১০টি নাট্যদল অংশ নিচ্ছে। জাতীয় নাট্যশালার মূল হল ও পরীক্ষণ হলে প্রতিদিন সন্ধ্যায় দুইটি করে ১০টি নাট্য প্রদর্শনী দিয়ে সাজানো হয়েছে উৎসব। প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে সম্মুখ প্রান্তের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবে দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠন। স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত উদীচীর গুণীজনের আনন্দ সন্ধ্যা ॥ নাচ, গান, আবৃত্তি ও নানা আনন্দ আয়োজনে গত কয়েক বছরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পদক’ এবং ‘একুশে পদক’ প্রাপ্ত উদীচীর গুণীজনদের শুভেচ্ছা জানাল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আনন্দ আয়োজন। এদিনের আয়োজনে যাদের সম্মাননা দেয়া হয় তারা হলেনÑ স্বাধীনতা পদকপ্রাপ্ত সৈয়দ হাসান ইমাম, শামসুজ্জামান খান, আশরাফুল আলম এবং মরণোত্তর পদকপ্রাপ্ত গোলাম সামদানী কোরায়শীর কন্যা কানিজ ফাতেমা। এছাড়াও ছিলেন একুশে পদকপ্রাপ্ত গুণীজন দ্বিজেন শর্মা, কামাল লোহানী, মফিদুল হক, আবুল মোমেন, সারা যাকের, মাহমুদ সেলিম এবং তানভীর মোকাম্মেল। শিল্পকলায় শুরু হয়েছে ‘টেল অব দ্য ডার্করুম’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ॥ গ্যালারিতে শোভা পাচ্ছে মোবাইল হাতে যুবক ও বৃদ্ধের ছবি, পুরনো ক্যাসেট, প্রজাপতির ডানা পিঠে শিশু, নদী পাড়ি দিচ্ছে ঘোড়া, নদীর উপর সাঁকো, নারীদের ধান শুকানোর দৃশ্য, দুধেল গাভী, মাছ ধরার নৌকা, মাকড়সা, ট্রেনের পেছনে মানুষ, প্রকৃতির দৃশ্যসহ নানান আলোকচিত্র। এসব ছবি তুলেছে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তরুণ আলোকচিত্রীদের তোলা এসব ছবি নিয়ে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ নম্বর গ্যালারিতে বুধবার থেকে শুরু হয়েছে ‘টেল অব দ্য ডার্করুম’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।
×