ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাশকতা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে খালেদার আবেদন

প্রকাশিত: ০৫:৫৪, ৬ এপ্রিল ২০১৭

নাশকতা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে খালেদার আবেদন

স্টাফ রিপোর্টার ॥ নাশকতার দুই মামলায় অভিযোগ আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করা হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে হজে যেতে তিনদিনের মধ্যে অনুমতি দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। মেহেরপুর মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসাইনকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। নাশকতার দুই মামলায় অভিযোগ আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়। আবেদনে একইসঙ্গে মামলার কার্যক্রমের স্থগিতাদেশ চাওয়া হয়েছে। আগামী ৯ এপ্রিল বিচারপতি মোঃ মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহর বেঞ্চে এই আবেদনের শুনানি হতে পারে। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, এ দুই মামলায় বিচারিক আদালতে অভিযোগ আমলে নেয়া হয়েছে। পাশাপাশি ১০ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এছাড়া খালেদা জিয়াকে ওইদিন আদালতে হাজিরের আদেশ রয়েছে। গত মঙ্গলবার মামলা দুটির অভিযোগ আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। একইসঙ্গে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়েছেন খালেদা জিয়া। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর দরুস সালাম থানা এলাকায় একাত্তর পরিবহন ও নিউ ভিশনের দুটি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১০ ফেব্রুয়ারি ও ২০ ফেব্রুয়ারি দারুস সালাম থানায় মামলা করা হয়। পরে ২০১৬ সালের ১২ ও ১৪ মে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরবর্তীতে ১০ আগস্ট দুই মামলায় অভিযোগ আমলে নেন আদালত। আর এ অভিযোগপত্রের বিষয়ে শুনানির জন্য ১০ এপ্রিল দিন ধার্য রয়েছে। অনুমতি দেয়ার নির্দেশ ॥ সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করা হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে হজে যেতে তিনদিনের মধ্যে অনুমতি দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিএনপির এই নেতাকে বিমান বন্দরে যাওয়ার পথে এবং বিমান বন্দরে বাধা না দিতে স্বরাষ্ট্র সচিব ও ইমিগ্রেশন বিভাগকে নির্দেশও দেয়া হয়েছে। গউছের একটি রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের বেঞ্চ এ আদেশ দেয়। তাকে বরখাস্ত দেয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ একদিন আগে স্থগিত করেছিল হাইকোর্ট। আদালতে গউছের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, তার সঙ্গে ছিলেন মাসুদ রানা। আদেশ স্থগিত ॥ মেহেরপুর মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসাইনকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। তাদের করা দুই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। আমিরুল ও জার্জিসকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপন কেন বেআইনী ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও দিয়েছে আদালত। স্থানীয় সরকার সচিব, উপসচিব (উপজেলা শাখা), খুলনার বিভাগীয় কমিশনার, মেহেরপুরের জেলা প্রশাসক ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী।
×