ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মসজিদে হারাম ও মসজিদে নববীর খতিব যোগ দিচ্ছেন

ইফার ওলামা মাশায়েখ সম্মেলন আজ, প্রধান অতিথি শেখ হাসিনা

প্রকাশিত: ০৫:৪৭, ৬ এপ্রিল ২০১৭

ইফার ওলামা মাশায়েখ সম্মেলন আজ, প্রধান অতিথি শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার সোহ্রাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশন ওলামা মাশায়েখদের এক সম্মেলনের আয়োজন করেছে। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন উপলক্ষে উদ্যানের দুই পাশের রাস্তা বন্ধ রাখার পাশাপাশি আশপাশের ২৫টি স্থানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে যোগ দিচ্ছেন সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর খতিবসহ দেশের শীর্ষ ওলামা মাশায়েখগণ। সম্মেলনে সমাবেশ ঘটবে কয়েক লাখ লোকের। পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াত কার্ড ব্যক্তিরাই কেবল সম্মেলনে যোগ দিতে পারবেন। মূল সম্মেলন বিকেলে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। বুধবার মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া জানান, মহাসম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ জন্য অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সোহ্রাওয়ার্দী উদ্যানের ভেতর এবং বাইরে সিসিটিভি ক্যামেরায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে তিনটি অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে। উদ্যানের আশপাশের এলাকায় সোয়াট ও বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরাও থাকবেন। কমিশনার আরও জানান, শুধু ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াত কার্ড পাওয়া ব্যক্তিরাই সম্মেলনে প্রবেশ করতে পারবেন। সম্মেলনে প্রবেশদ্বার ॥ সম্মেলনে প্রবেশ করা যাবে ছবিহাট, টিএসসি, বাংলা একাডেমি, তিন নেতার মাজার ও কালী মন্দিরের গেট দিয়ে। এই পাঁচটি গেটে আর্চওয়ে থাকবে। এছাড়া পুলিশ সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করবেন। যানবাহন চলাচলে কড়াকড়ি ॥ ডিএমপি কমিশনার জানান, নগরবাসীর সুবিধার্থে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ওলামা-মাশায়েখদের সম্মেলনে আসতে প্রায় আড়াই লাখ যানবাহন ব্যবহৃত হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২৫টি পয়েন্টে যানবাহন বিকল্প পথে যাতায়াত করবে। যে দুটি রাস্তা বন্ধ থাকবে ॥ শাহবাগ থেকে মৎস্য ভবন ক্রসিং পর্যন্ত এবং শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর ক্রসিং পর্যন্ত উভয় পাশের রাস্তা সকাল সাড়ে ১০টা থেকে বন্ধ থাকবে। যেসব সড়কে চলাচল নিয়ন্ত্রিত হবে ॥ বিজয় সরণি ক্রসিং, খামারবাড়ি, বাংলামোটর, মগবাজার, পরীবাগ, সাকুরার গলি, পুলিশ ভবন ক্রসিং, সবজি বাগান ক্রসিং, মিন্টো রোডের পূর্বপাশ, অফিসার্স ক্লাব, কাকরাইল চার্চ, শিল্পকলার গলি, দুদকের গলি, কার্পেট গলি, মৎস্য ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, শহীদুল্লাহ হল, বকশীবাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, রোমানা চত্বর, কাঁটাবন ক্রসিং, শাহবাগ ও আজিজ সুপার মার্কেটের সামনে ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যানবাহন রাখার জায়গা ॥ বিভিন্ন জেলার যানবাহন রাখার আলাদা আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী থেকে গাবতলী দিয়ে আসা গাড়ি থাকবে শেরেবাংলা নগরের বাণিজ্যমেলার মাঠ ও আশপাশের এলাকায়। যশোর থেকে আসা যানবাহনগুলো আগারগাঁও তালতলা এবং পিএসসির সামনের রাস্তায় রাখতে হবে। গাজীপুর, নরসিংদী ও টাঙ্গাইল থেকে আবদুল্লাহপুর দিয়ে আসা যানবাহনগুলো হাতিরঝিল দক্ষিণ পূর্ব পাশে রাখতে হবে। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার গাড়ি আফতাবনগরের পূর্ব দিকের রাস্তায় থাকবে। সায়েদাবাদ ও দক্ষিণ কেরানীগঞ্জ দিয়ে যেসব জেলার গাড়ি সম্মেলনে আসবে সেসব যানবাহন এজিবি কলোনি থেকে আল হেলাল সড়ক পর্যন্ত রাখা যাবে। এছাড়া মহানগর নাট্যমঞ্চ এলাকা, রাজউক-দৈনিক বাংলা পর্যন্ত সড়ক, কমলাপুর, পীর জঙ্গী মাজার, খিলগাঁও-খিদমাহ হাসপাতাল এলাকা, বানিয়ানগর-দয়াগঞ্জ, জুরাইন রেলগেট পর্যন্ত, ফাতেমা নাজ ফিলিং স্টেশন ও শনির আখড়া, দনিয়া কলেজ, সাইন বোর্ড এবং সায়েদাবাদ ব্রিজ পর্যন্ত এলাকায় রাস্তার পাশে যানবাহন রাখা যাবে।
×