ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৭, ৬ এপ্রিল ২০১৭

টুকরো খবর

শিশুকে শারীরিক নির্যাতন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ এপ্রিল ॥ সিংড়ায় ছয় বছরের এক শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চরপাটকোল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় শিশুটিকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটি প্রথম শ্রেণীর ছাত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশুটি মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সাইদুর রহমানের বখাটে ছেলে সাব্বির হোসেন প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি পুকুরপারে নিয়ে যায়। এ সময় শিশুটিকে শারীরিক নির্যাতনের সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় বখাটে সাব্বির। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে বুধবার সকালে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জের পানগুছি নদীর ওপর সেতু নির্মাণ ও জেলা শহরের সঙ্গে শরণখোলা ভায়া মোরেলগঞ্জ সরাসরি বাস সার্ভিস চালুর দাবিতে শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা সদরের শেরে বাংলা সড়কে অনুষ্ঠিত কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সংগঠনের আহ্বায়ক জিয়াউল হাসান তেনজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক খান, জেলা যুবলীগের সদস্য আজমল হোসেন মুক্তা, অধ্যক্ষ সদানন্দ হালদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বক্তারা সুন্দরবনে দেশী-বিদেশী পর্যটক যাতায়াতের সুবিধার্থে ও দুই উপজেলার পাঁচ লাখ অধিবাসীর প্রাণের দাবি পানগুছি নদীতে ব্রিজ নির্মাণের। পাশাপাশি স্বার্থান্বেষী ও চাঁদাবাজদের বন্ধ করে রাখা জেলা সদরের সঙ্গে শরণখোলার সরাসরি বাস সার্ভিস অতিদ্রুত চালুর কথা উল্লেখ করেন বক্তারা। প্রভাষককে মারপিটের ঘটনায় মামলা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় নকলে বাধা দেয়ায় রায়েন্দা দারুল হেদায়েত নেছারুল উলুম ফাজিল মাদ্রাসার প্রভাষক নাছরুল্লাহকে মারপিটের ঘটনায় বুধবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন ও মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রায়েন্দা রাজৈর আলীম মাদ্রাসায় আলীম পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করতে যাবার পথে মাদ্রাসা গেটে তার ওপর হামলা করা হয়। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট রায়েন্দা দারুল হেদায়েত নেছারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ্ জানান, চলমান আলীম পরীক্ষার কেন্দ্রে রাতের আঁধারে পরীক্ষার্থীদের সিট প্ল্যান পরিবর্তন করাকে কেন্দ্র করে রবিবার সকালে প্রভাষক নাছরুল্লাহ এবং রাজৈর মাদ্রাসার প্রভাষক লিয়াকত আলী ও দপ্তরী ইউনুস আলীর মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয় তখন লিয়াকত আলী তাকে দেখে নেবার হুমকি দেয় । কলেজছাত্রকে হত্যার চেষ্টা ॥ আটক ৩ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকায় তনয় কুমার (২২) নামের এক কলেজছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আহত তনয়কে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় তিন যুবককে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহীন দেওয়ান জানান, তনয় কুমার উপজেলার কামারখালি এলাকার সন্তোস কুমারের ছেলে। সে তাহেরপুর ডিগ্রী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তনয় স্থানীয় কেবল অপারেটরের মার্কেটিং বিভাগে চাকরি করে। তাহেরপুর পৌরসভার জেলেপাড়া এলাকায় তার এক আত্মীয় বাড়িতে থাকে তনয়। হামলার পর পালনোর সময় ধাওয়া করে উপজেলার মথুরাপুর এলাকায় স্থানীয় লোকজন তিনজনকে আটক করে। পরে তাদের পিটুনি দিয়ে পৌরসভা কার্যালয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় পাঠায়। আটকরা হলো, দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে ফায়সাল, তাহেরপুর পৌরসভার নূরপুর এলাকার রহিদুল ইসলামের ছেলে সুজন ও আলুগাছি এলাকার আব্দুর রহিমের ছেলে সাকিন। মাগুরায় সরকারী চাল আটক নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৫ এপ্রিল ॥ শালিখা উপজেলার তালখড়ি গ্রামের একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ মঙ্গলবার রাতে ১০ টাকা কেজি দরে বিক্রির ৩৬শ কেজি চাল আটক করেছে। এ চাল পাচার করা হচ্ছিল বলে এলাকাবাসী ধারণা করছে। পুলিশী তদন্ত চলছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। জানা গেছে, মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি গ্রামের একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় সরকারীভাবে ১০ টাকা কেজি দরে বিক্রির ৩৬ শত কেজি চাল উদ্ধার করে। পুলিশ জানায়, ১২ বস্তায় ৩৬শ কেজি চাল আটক করা হয়েছে। এই চাল সরকারীভাবে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য। জমি নিয়ে বিরোধ ॥ হামলায় আহত ৬ নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ এপ্রিল ॥ জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলায় দুই নারীসহ একই পরিবারের ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর মধ্যপাড়া গ্রামে। এলাকার তোতা মিয়ার পুত্র জাহাঙ্গীর হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এদিন সকাল আটটার দিকে তার চাচা সুলতান ও তার ৩ ছেলে মোহাম্মদ আলী, আহাম্মদ আলী, আলী হোসেনসহ অন্যরা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে তার ভাই মনির, আমির, ভগ্নীপতি জামাল, ভাতিজা আশরাফুল, ভাবি নাসিমা ও চাচাত বোন আতর বানু গুরুতর জখম হয়। কালকিনিতে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৫ এপ্রিল ॥ কালকিনি পৌর এলাকার উত্তর রাজদী গ্রামে আগুন লেগে ৪টি ঘর ভস্মীভূত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিক্ষা দেখে গ্রামবাসী এসে ২ ঘণ্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে হানিফ হাওলাদারের বসতঘর ও রান্নাঘর, তার পুত্র বেলায়েত হাওলাদারের বসতঘর ও কেরামত হাওলাদারের গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে এবং কোথা থেকে আগুনের সূত্রপাত তা কেউ বলতে পারেনি। সন্ত্রাসী হামলায় ৬ শ্রমিক আহত নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৫ এপ্রিল ॥ গাংনী উপজেলার তিনটি ইটভাঁটির শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলায় ৬ শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তারিকুল ইসলাম ও বাকের আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার হাড়িয়াদহ-পূর্বমালসাদহ গ্রামের মাঠের সরোয়ার ইটভাঁটি, গাংনী থানা সড়কের শান্ত ইটভাঁটি ও পান্না ইটভাঁটিতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা পর্যন্ত সন্ত্রাসীরা তিনটি ইটভাঁটির সরঞ্জাম ভাংচুর ও শ্রমিকদের ওপর নির্বিঘেœ এ হামলা চালিয়ে চম্পট দেয়। বুধবার সকালে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ককটেলসহ ছাত্র আটক নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৫ এপ্রিল ॥ কেরানীগঞ্জে সরকারবিরোধী প্রচার চালানোর সময় সোহেল রানা নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জাজিরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সরকারবিরোধী বিভিন্ন লেখা সংবলিত ৫০টি লিফলেট ও তিনটি ককটেল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। থানার ওসি মনিরুল ইসলাম জানান, আটক যুবক মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজের অনার্সের ছাত্র এবং শিবির কর্মী। তিন মাদকসেবীর কারাদ- নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৫ এপ্রিল ॥ হানিফ, খোকন ও রাজিব সাহা ওরফে ধলু নামের তিন গাঁজাসেবীর প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায় ৬ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বুধবার সকালে এ দ-াদেশ দেয়া হয়। মঙ্গলবার রাতে পুলিশ পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গাঁজা সেবন অবস্থায় গ্রেফতার করে। দুর্বৃত্তদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ এপ্রিল ॥ আশুলিয়ায় ডিএমপির মতিঝিল থানায় কর্মরত এসআই আবদুল কাদেরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে আশুলিয়া থানাধীন কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে কাঁঠালতলা এলাকায় এসআই আবদুল কাদের পরিবারসহ নিজের নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে আসেন। রাত ১২টার দিকে সেখান থেকে ঢাকায় ফেরার পথে পথিমধ্যে দুর্বৃত্তরা তার প্রাইভেটকার থামিয়ে তাকে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি কিনিকে ভর্তি করে। ৩ বাড়ি ভস্মীভূত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদরের ইসলামাবাদে অগ্নিকাণ্ডে ৩ বাড়ি ভস্মীভূত ও দুই নারী আহত হয়েছে। মঙ্গলবার রাতে ইউছুপেরখীল গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মীর আহমদ, মোস্তাক আহমদ ও আলী আহমদের তিন পরিবারের বসতবাড়ি ভস্মীভূত হয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা। রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুন গ্রামবাসী চেষ্টা চালিয়ে একঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম কাস্টমসে কর্মবিরতি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সিএ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়নের দুই নেতার লাইসেন্স স্থগিত এবং কারণ দর্শানো নোটিস জারির প্রতিবাদে বুধবার চট্টগ্রাম কাস্টম হাউসে দুইঘণ্টা কর্মবিরতির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে সদস্যরা। এতে আমদানি রফতানি পণ্যের শুল্কায়ন এবং যাবতীয় কার্যক্রম বন্ধ থাকে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পালিত হয় এ কর্মসূচী। জানা যায়, সিএ্যান্ডএফ কর্মচারীদের এ কর্মবিরতির ফলে শুল্কায়ন সংশ্লিষ্ট কাজ বন্ধ থাকে। দশটা থেকে শুরু হওয়া এ কর্মসূচী শেষ পর্যন্ত স্থগিত হয় কাস্টমস কমিশনারের আশ্বাসে। তবে এ স্থগিতাদেশ ও কারণ দর্শানো নোটিস প্রত্যাহার না হলে আরও বৃহত্তর কর্মসূচী দেয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি। জানা যায়, সিএ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের শ্রম ও সদস্য কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম ভূঁইয়ার প্রতিষ্ঠান আলম ট্রেডিংয়ের লাইসেন্স স্থগিত করে কাস্টমস কর্তৃপক্ষ। একইসঙ্গে কারণ দর্শানো নোটিস দেয়া হয় সংগঠনটির সাধারণ সম্পাদক জাকির হোসেনকে। এতে ক্ষুব্ধ হন কর্মচারীরা। প্রতিবাদে তারা বুধবার সকালেই কাজ বন্ধ করে দেয়। কাস্টমসের এ পদক্ষেপের প্রতিবাদে নগরীর আগ্রাবাদ এলাকায় বুধবার সমাবেশও অনুষ্ঠিত হয়। কাস্টমস কমিশনারের কাছে তুলে ধরা হয় তাদের বক্তব্য। বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনা করা হবে এমন আশ্বাসের ভিত্তিতে কার্যক্রম পুনরায় শুরু হয়। রূপগঞ্জে তিতাস গ্যাস অফিস ঘেরাও নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৫ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস বৈধকরণ ও সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে তিতাস গ্যাস অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন অবৈধ সংযোগ নেয়া গ্রাহকরা। বিক্ষোভকারীরা জানান, উপজেলার তারাব, বরাব, রূপসী, হাটিপাড়া, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, যাত্রামুড়া, খাদুন, মৈকুলী, বরপাসহ বিভিন্ন এলাকায় বিতরণ লাইন স্থাপন করে অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয়া হয়েছে। এসব গ্যাস সংযোগ নিতে গিয়ে প্রতি গ্রাহককে ৪০ থেকে ৫০ হাজার টাকা গুনতে হয়েছে। কেউ ঋণ নিয়ে, কেউ ধারদেনা করে, কেউ স্বর্ণালঙ্কার বিক্রি করে, কেউ গবাদিপশু বিক্রি করে গ্যাস সংযোগের জন্য টাকা যোগান দেয়। গ্রাহককে বোঝানো হয়েছিল, অবৈধ গ্যাস লাইন বৈধ করে দেয়া হবে। এখন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আসবে এ আতঙ্কে থাকেন ভুক্তভোগীরা। আর প্রভাবশালী ব্যক্তিরা এসব গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়া গ্রাহকরা জানতে পারেন, ইদানীং তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। যুবকের দ- নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৫ এপ্রিল ॥ দৌলতপুরে ড. মুহাম্মদ ফজলুল হক গার্লস কলেজ ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে টেংগর আলী নামে এক যুবকের ১ বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে তাকে এ দ- দেয়া হয়। জানা যায়, উপজেলার নতুন বাগুয়ান গ্রামের টেংগর আলী দীর্ঘদিন ধরে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। ওই কলেজের ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে বখাটে যুবক টেংগর আলীকে আটক করে ১ বছরের কারাদ- প্রদন করেন। ১০ টন জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর অভয়মিত্র ঘাটে অভিযান চালিয়ে দুই ট্রলারভর্তি বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা জাটকার পরিমাণ ১০ টনেরও বেশি। বুধবার সকালে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদের নেতৃত্বে সকাল সাড়ে ১০টার দিকে পরিচালিত হয় এ অভিযান। ভ্রাম্যমাণ আদালত ঘাট এলাকায় নোঙ্গর করা এমবি ঊষা ও এমবি সী হার্ট নামের দুটি ট্রলারে বিপুল পরিমাণ জাটকা ইলিশ পান। এর মধ্যে প্রথম জাহাজটিতেই পাওয়া যায় অন্তত ৭ টন জাটকা। অভিযানে জাহাজ দুটির সমুদয় জাটকা জব্ধ করা হয়। চাঁদা না পেয়ে হামলা-ভাংচুর নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ এপ্রিল ॥ দাবিকৃত ৬ লাখ টাকা চাঁদা না পেয়ে ধামরাইয়ে পাঁচটি সংখ্যালঘু পরিবারের ওপর হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সন্ত্রাসীদের পিটুনিতে আহত হয়েছে ৩ জন। মঙ্গলবার রাতে ধামরাই উপজেলার মোহনপুর চর বড়দাইল গ্রামে গনেশ সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলার শিকার গনেশ সরকার জানান, ৪০ শতাংশ জমিতে তারা চার ভাইসহ পাঁচটি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। কয়েকদিন ধরে তার কাছে প্রতিবেশী চরসুঙ্গর গ্রামের কিতাব আলী ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তারা ওই এলাকায় বসবাস করতে পারবে না বলে হুমকি দেয়। চাঁদা দিতে রাজি না হলে মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা গৌতম, অঞ্জলী ও শিশু শিক্ষার্থী রঞ্জিত সরকারকে পিটিয়ে আহত করে মূল্যবান কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের একটি ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়। অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৫ এপ্রিল ॥ জেলেদের বিনামূল্যে প্রতিমাসে ৪০ কেজি চাল বিতরণের দায়িত্বে থাকা মেম্বার, চেয়ারম্যানদের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতি লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন জেলার বিভিন্নস্থানে কর্মরত জেলেরা। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাংগঠনিক সম্পাদক মনির খন্দকার, লক্ষ্মীপুর জেলা সভাপতি এ কে এম হাসানুজ্জামান মাসুম, সহসভাপতি মোস্তফা খন্দকার, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, রামগতি উপজেলার সাধারণ সম্পাদক সাইদ পারভেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন।
×