ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় গুলিতে ডাকাত নিহত

প্রকাশিত: ০৪:২৬, ৬ এপ্রিল ২০১৭

নওগাঁয় গুলিতে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ এপ্রিল ॥ মঙ্গলবার গভীর রাতে বদলগাছী উপজেলার পারশাপিলা গ্রামের ফজলে আজিজ চৌধুরীর বাড়িতে ককটেল ফাটিয়ে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় গৃহস্বামীর বন্দুকের গুলিতে শহীদ (৪২) নামে ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাতের লাশ ফেলে অন্য ডাকাতরা পালিয়ে যায়। নিহত ডাকাত শহীদ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত দেদাস উদ্দিনের ছেলে বলে বদলগাছী থানার ওসি জালাল উদ্দিন নিশ্চিত করেছেন। সমুদ্রে আটকে পড়া ১৯ শ্রমিক উদ্ধার নিজস্ব সংবাদদাতা, মংলা, ৫ এপ্রিল ॥ বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় আটকে পড়া জাহাজের ১৯ বাংলাদেশী শ্রমিককে উদ্ধার করেছে নৌবাহিনী। বুধবার সকালে বানৌজা করোতোয়া জাহাজ তাদের উদ্ধার করে আনে। এ দিন বিকেল ৪টায় উদ্ধার শ্রমিকদের হিরণ পয়েন্ট এলাকায় মংলা বন্দর কর্তৃপক্ষের ট্যাগ বোটে তুলে দেয় নৌবাহিনী। উদ্ধার ক্রেন ড্রাইভার মাসুদ জানান, শ্রমিকদের সবাই সুস্থ হয়ে উঠছে। নৌবাহিনীর সদস্যরা শ্রমিকদের খাবার সরবরাহ করে। এদিকে শিপিং এজেন্ট ও স্থানীয় স্টিভিডর সূত্র জানায়, পানামার পতাকাবাহী এমভি স্টার অথয়া জাহাজের নাবিকদের জন্য বিশুদ্ধ পানি, খাদ্য ও রসদ নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে দুটি বড় লাইটার রওয়া হয়েছে। বিজ্ঞানমেলা উদ্বোধন পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে দুদিনব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। বুধবার খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা ও বিউটি রানী ত্রিপুরা। বক্তারা বলেন, দেশে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার উন্নয়নে সরকার কাজ করছে। এ কাজে শিক্ষক, ছাত্র, অভিভাবক ও দেশের প্রত্যন্ত এলাকার উদ্ভাবকদের উৎসাহিত করার আহ্বান জানান। খেলার মাঠ দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে খেলার মাঠের দাবিতে এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছে। বুধবার দুপুরে উপজেলার কবুতরখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় বিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণীপেশার লোক এই মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশ নেয়া কবুতরখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন জানান, বিদ্যালয় সংলগ্ন কোন খেলার মাঠ না থাকায় ছাত্রছাত্রীরা খেলাধুলার সুযোগ পায় না। শিশুদের মানসিক বিকাশ ও লেখাপড়াকে আনন্দময় করে তোলার জন্য খেলাধুলা খুবই প্রয়োজন। বিদ্যালয়ের একটি খেলার মাঠ এই এলাকার লোকজনের অনেক দিনের দাবি।
×