ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাচার হওয়া শিশু আড়াই বছর পর উদ্ধার

প্রকাশিত: ০৪:২৬, ৬ এপ্রিল ২০১৭

পাচার হওয়া শিশু আড়াই বছর পর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ এপ্রিল ॥ প্রায় আড়াই বছর আগে পাচার হওয়া এক শিশুকে বুধবার ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাপুর গ্রাম থেকে উদ্ধার এবং তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। নেত্রকোনা পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও পাচার চক্রকে আটক করে। শিশুটির নাম আব্দুল লতিফ (৩)। সে পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর বটতলা গ্রামের নাসিমা আক্তারের ছেলে। আটক হওয়া পাচারকারীরা হচ্ছেÑ বটতলা গ্রামের এমদাদ, শ্রীপুরের উজিলাপুর গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী লতিফা ও একই উপজেলার টেংরা গ্রামের আবুল কালাম কালু। পুলিশ জানায়, বটতলা গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী নাসিমা আক্তার সন্তান প্রসবের জন্য ২০১৪ সালের নবেম্বর মাসে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। এ সময় তার প্রেমিক একই গ্রামের আপীল শেখ এবং তার বড় ভাই কাবিল শেখ তাকে ফুসলিয়ে গাজীপুরের মাওনায় পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে ১৮ নবেম্বর নাসিমার গর্ভে শিশু আব্দুল লতিফের জন্ম হয়। এর এক সপ্তাহ পর শিশুটিকে রেখে দিয়ে তারা নাসিমাকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে আপীল শেখ তার বড় ভাই কাবিল শেখ, কাবিল শেখের বন্ধু এমদাদ ও চাচা শ্বশুর আবুল কালাম কালুর সহায়তায় শিশু আব্দুল লতিফকে উজিলা গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী লতিফার কাছে পাচার করে। বুধবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হাকিমপুরে মুক্তিযোদ্ধা নওশাদ আলীকে মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। বুধবার বেলা ১১টায় হিলি স্থলবন্দরের চারমাথায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা শামসুল আলম ম-ল, অধ্যাপক আব্দুস সাত্তার ম-ল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ। জলাবদ্ধতা নিরসনে চাক্তাই খাল খননের দাবি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের নির্বিঘœ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম নগরীর চাক্তাই খাল পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ, বর্জ্য ফেলা বন্ধ এবং গুরুত্বপূর্ণ এ খালটি খননের দাবি জানিয়েছেন আড়তদাররা। দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন। বক্তারা বলেন, প্রতিবছরই বৃষ্টি ও জোয়ারের পানিতে গুরুত্বপূর্ণ এ ব্যবসা কেন্দ্র প্লাবিত হওয়ায় ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। বর্জ্য ফেলার কারণে ভরে যাচ্ছে চাক্তাই খাল। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি সোলেমান বাদশা, সাহাবউদ্দিন, মহিউদ্দিন, এহসান উল্লাহ জায়েদী, আলম, সজল মুহুরী প্রমুখ।
×