ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্দ্বীপে আরও ৩ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:২৩, ৬ এপ্রিল ২০১৭

সন্দ্বীপে আরও ৩ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ইঞ্জিন বোটডুবির ঘটনায় বুধবার আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাটের কাছাকাছি এলাকায় দুই শিশুসহ তিনটি দেহ ভেসে ওঠে। এ নিয়ে মোট ১৭টি লাশ উদ্ধার করা হলো। সন্দ্বীপ থানার ওসি শামসুল ইসলাম জানান, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। বুধবার যে তিনটি লাশ উদ্ধার করা হয় তাদের পরিচয়ও মিলেছে। তারা হলেন আনোয়ার হোসেন শিপন (৪০), সাঈদ (৯) ও নেহা (৭)। তারা সকলেই সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। এখনও ২ থেকে ৩ জন নিখোঁজ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত রবিবার সন্ধ্যায় সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ঘটে এ দুর্ঘটনা। সীতাকু-ের কুমিরা ঘাট থেকে ছেড়ে যাওয়া সী ট্রাকের যাত্রীরা তীরে যাওয়ার জন্য উঠেছিলেন ইঞ্জিন বোটে, যা সন্দ্বীপে লালবোট হিসেবে পরিচিত। কক্সবাজারে নারী স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জনান, কক্সবাজার-মহেশখালী নৌরুটে স্পীডবোট ডুবিতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। দুদিন আগে যেখানে বোটডুবির ঘটনা ঘটেছিল ঠিক সেস্থানেই বুধবার সকাল ১১টায় লাশটি ভেসে ওঠে। গত সোমবার কক্সবাজার থেকে মহেশখালীগামী একটি স্পীডবোট ডুবে যায়। এ সময় ১১ যাত্রীর মধ্যে ১০জনকে উদ্ধার করা সম্ভব হলেও বড়মহেশখালীর মদন খাতুন (৫৫) নামে একজন নিখোঁজ ছিলেন। ১১ চোরাই মোটর সাইকেল উদ্ধার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল চোর, ক্রেতা-বিক্রেতাসহ চক্রের সেনাবাহিনীর সাবেক দুই সদস্যসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেল হতে বুধবার ভোর পর্যন্ত সৈয়দপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। গ্রেফতাররা হলো অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জন আজাহার আলী, সেনাবাহিনী হতে বহিষ্কৃত সদস্য নুর আলম, আবুল কালাম, জাহেদুল ইসলাম, মোহাম্মদ আলী, রূপম কুমার, রুহুল আমিন ও শান্ত রায় ও রেজাউল করিম।
×