ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে পানি পড়া নিয়ে সংঘর্ষ ॥ বৃদ্ধা নিহত

প্রকাশিত: ০৪:২২, ৬ এপ্রিল ২০১৭

চট্টগ্রামে পানি পড়া নিয়ে সংঘর্ষ ॥ বৃদ্ধা নিহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামে দুটি পরিবারের সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছে। ভবনের ছাদ চুইয়ে পানি পাশের ঘরের টিনের চালে পড়াকে কেন্দ্র করে বাগ্বিত-া থেকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম সখিনা খাতুন (৭০)। এতে আহত হন আরও ৪ জন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার বৃষ্টির সময় সখিনা খাতুনদের ভবনের ছাদ থেকে পানি গড়িয়ে পড়ে পার্শ¦বর্তী মোঃ আনসারদের টিনের চালে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এর রেশ থেকে যায় বুধবার পর্যন্ত। সকাল সোয়া ৭টার দিকে এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনসার এবং তার কয়েক চাচাত ভাই দা কিরিচ এবং লাঠিসোটা নিয়ে এগিয়ে আসে। বাদানুবাদের একপর্যায়ে হামলার শিকার হন সখিনা খাতুন এবং তার তিনপুত্র। এরমধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর মৃত্যু হয় বৃদ্ধা সখিনার। পুকুরে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেরার বড়মগড়া গ্রামে বুধবার দুপুরে পানিতে ডুবে বিশ মাস বয়সের শিশুকন্যা ¯েœহা মারা গেছে। সে ওই গ্রামের আক্কাস বেপারির কন্যা। জানা গেছে, উঠানে খেলা করার সময় পরিবারের অজান্তে ¯েœহা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। মাদক বিরোধী সমাবেশ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৫ এপ্রিল ॥ সদর উজেলার চ-িবরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা কমিউনিটি পুলিশিং কমিটি গঠন উপলক্ষে মাদক ও জঙ্গীবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে চ-িবরপুর ইউনিয়নের পাঁচ মাদক বিক্রেতা আত্মসমর্পণ করেছে। বুধবার দুপুর ১২টার দিকে চালিতাতলা বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চ-িবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বিশেষ অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, মেহেদী হাসান, চ-িবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ খানজাহান আলী। জঙ্গী নির্মূলে শপথ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৫ এপ্রিল ॥ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও চৌকিদারদের নিয়ে বুধবার দুপুরে অনুষ্ঠিত হলো জঙ্গী ও সন্ত্রাস নির্মূলে এক মতবিনিময় সভা। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ডিসি সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন এসপি জয়দেব কুমার ভদ্র, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সকলেই স্ব স্ব অবস্থান থেকে জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে শপথ নেন।
×