ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে দুর্নীতির দায়ে বরখাস্ত অধ্যক্ষ শ্রেষ্ঠ নির্বাচিত!

প্রকাশিত: ০৪:২১, ৬ এপ্রিল ২০১৭

জামালপুরে দুর্নীতির দায়ে বরখাস্ত অধ্যক্ষ শ্রেষ্ঠ নির্বাচিত!

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৫ এপ্রিল ॥ চাকরি থেকে বরখাস্ত হয়ে দীর্ঘদিন পর ফের আইনের মাধ্যমে স্বপদে বহাল জামালপুর সদর উপজেলার ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে সদর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় উপজেলাজুড়ে অধ্যক্ষ ও শিক্ষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শ্রেষ্ঠ কলেজ ও অধ্যক্ষ নির্বাচনে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। শ্রেষ্ঠ কলেজ ও অধ্যক্ষ নির্বাচনের জন্য ওই কমিটি ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রত্যেক কলেজ কর্তৃপক্ষকে আবেদনের জন্য জানানোর কথা থাকলেও তা গোপন রাখা হয়। গোপনে ওই কমিটি ঝাওলা গোপালপুর কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে গত ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করে। এ বিষয়টিও কয়েকদিন গোপন ছিল। কিন্তু নিজের ঢোল নিজেই পেটানোর জন্য অধ্যক্ষ মোফাজ্জল হোসেন তাকে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করার বিষয়টি ছবিসহ বিশাল বিশাল ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়ে এলাকায় প্রচার চালালে সবার নজরে আসে। নিজেই তার লোকজন দিয়ে গণসংবর্ধনারও আয়োজন করেছিলেন। কিন্তু অবৈধ উপারে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়া নিয়ে বিভিন্ন মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়ায় উপজেলা প্রশাসন ওই সংবর্ধনা অনুষ্ঠান বন্ধ করে দেয়। নরুন্দির জিন্নতন আফছর মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান গত ২২ মার্চ অবৈধ উপায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচনের বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করে ওই সম্মাননাটি বাতিল করার দাবি জানিয়েছেন। অধ্যক্ষ লুৎফর রহমান বলেছেন, মোফাজ্জল হোসেন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে বরখাস্ত হয়ে দীর্ঘদিন কলেজের বাইরে ছিলেন। আইনী প্রক্রিয়ায় সম্প্রতি তিনি পুনরায় যোগদান করেন। অল্প সময়ের মধ্যে তিনি কী এমন কাজ করলেন যে উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়ে গেলেন। জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, শ্রেষ্ঠ কলেজ ও অধ্যক্ষ নির্বাচিত করার জন্য সদর উপজেলার প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু অন্য কোন কলেজ এতে আবেদন না করায় একমাত্র আবেদনকারী কলেজের অধ্যক্ষকেই শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করা হয়।
×