ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে মাসব্যাপী বাণিজ্যমেলা শুরু

প্রকাশিত: ০৪:১৭, ৬ এপ্রিল ২০১৭

বাগেরহাটে মাসব্যাপী বাণিজ্যমেলা শুরু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে মাসব্যাপী শুরু হয়েছে বাণিজ্যমেলা। বুধবার বিকেলে এফবিসিসিআইয়ের পরিচালক শেখ ফজলে ফাহিম বাণিজ্যমেলা উদ্বোধন করেন। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ মোজাস্মেল হোসেন এমপি। ১৫টি শর্ত সাপেক্ষে বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিকে মাসব্যাপী এ মেলা আয়োজনের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আয়োজকদের মতে, এবার বাগেরহাটের বাণিজ্যমেলা অনেক বেশি উপভোগ্য হবে। চারটি প্যাভেলিয়ানসহ মোট ৪০ দোকান ও বিভিন্ন রাউড থাকছে মেলায়। মেলায় প্রবেশ টিকেটের মূল্য করা হয়েছে ১০ টাকা। মেলা আয়োজনে স্টেডিয়ামের অভ্যন্তর মাটি খুঁড়ে তৈরি করা হয়েছে বিশাল দু’টি ফোয়ারা। সার্কাস, বিভিন্ন রাইড, বাহারি পণ্যের দোকান ও স্টল নির্মাণ করা হয়েছে পুরো স্টেডিয়াম জুড়ে। এদিকে বাণিজ্যমেলার এই আয়োজন বাগেরহাট স্টেডিয়ামে হওয়াতে ক্ষোভের সৃষ্টি হয়েছে অনেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মাঝে। মেলার আয়োজন করতে গিয়ে খেলোয়াড়দের মাঠ থেকে বঞ্চিত করা হচ্ছে, এমন দাবি অনেকেরই। রেজাউল করিম এএসএ’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত অর্থনৈতিক রিপোর্টার ॥ ইন্দোনেশিয়ান ন্যাশনাল শিপার্স কাউন্সিল কর্তৃক সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান শিপার্স এ্যালায়েন্সের (এএসএ) ২য় সভায় দক্ষিণ এশিয়া অঞ্চলের সদস্যদেশগুলোর মধ্য থেকে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) চেয়ারম্যান রেজাউল করিমকে এশিয়ান শিপার্স এ্যালায়েন্সের (এএসএ) ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ ২০১৫ সালে প্রতিষ্ঠিত এশিয়ান শিপার্স এ্যালায়েন্সের ফাউন্ডার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এসসিবি চেয়ারম্যান রেজাউল করিম পাট রফতানিকারক প্রতিষ্ঠান এসএন জুট ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। তিনি এফবিসিসিআইয়ের জেনারেল বডির সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপের প্রাইভেট সেক্টর কনসালটেটিভ বোর্ডেরও চেয়ারম্যান ছিলেন। উল্লেখ্য, পূর্ব এশিয়া অঞ্চলের সদস্যদেশগুলোর মধ্য থেকে হংকং শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান উইলি লিনকেও এশিয়ান শিপার্স এ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
×