ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিএসইর রাজস্ব বেড়েছে

প্রকাশিত: ০৪:১৬, ৬ এপ্রিল ২০১৭

ডিএসইর রাজস্ব বেড়েছে

চলতি বছরের মার্চ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে। আলোচ্য মাসে ফেব্রুয়ারি মাসের চেয়ে প্রায় ৩২ দশমিক ৫২ শতাংশ রাজস্ব আদায় বেড়েছে। ডিএসই এর তথ্য মতে, মার্চ মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব এসেছে ৩১ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৭৯১ টাকা। যা এর আগের মাসে ছিল ২৩ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৩০১ টাকা। সেই হিসেবে আয় বেড়েছে ৭ কোটি ৬৮ লাখ ১ হাজার ৪৯০ টাকা বা ৩২ দশমিক ৫২ শতাংশ। আলোচ্য সময়ে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ২১ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৭৪৭ টাকা। যা এর আগের মাসে ছিল ১৯ কোটি ৪০ লাখ ৩৮ হাজার ৬০ টাকা। সেই হিসেবে সদস্য প্রতিষ্ঠান থেকে রাজস্ব বেড়েছে ২ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৬৮৭ টাকা বা ১২ দশমিক ১৯ শতাংশ। একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় বেড়েছে ৫ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ৮০৩ টাকা। অর্থনৈতিক রিপোর্টার নতুন মেশিনারিজ আমদানি করবে মেঘনা সিমেন্ট নতুন মেশিনারিজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভ্ক্তু সিমেন্ট খাতের কোম্পানি মেঘনা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ লক্ষে ডেনমার্কের কোম্পানি এফএলএস মিডথ এ/এস এর সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, সিমেন্ট প্রস্তুতকরণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের লক্ষে ভার্টিক্যাল রোলার মিল (ভিআরএম) মেশিনারিজ আমদানি করবে মেঘনা সিমেন্ট। যার উৎপাদন ক্যাপাসিটি হবে ২০ লাখ মেট্রিক টন। আর নতুন মেশিন আমদানির জন্য ইনফ্রাক্টাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডেরে কাছ থেকে ঋণ সুবিধা গ্রহণ করা হবে বলে মেঘনা সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থনৈতিক রিপোর্টার
×