ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজার ট্রাইব্যুনাল পরিদর্শনে সেবির প্রতিনিধি দল

প্রকাশিত: ০৪:১৫, ৬ এপ্রিল ২০১৭

শেয়ারবাজার ট্রাইব্যুনাল পরিদর্শনে সেবির প্রতিনিধি দল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছে ভারতীয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) ট্রেনিং একাডেমি ন্যাশনাল ইনস্টিটিউট অব সিকিউরিটিজ মার্কেটসের (এনআইএসএম) দুই সদস্যের একটি প্রতিনিধি দল। বধবার প্রতিনিধি দলটি ট্রাইব্যুনাল পরিদর্শন করে। এ দিন দলটি দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রাইব্যুনালে অবস্থান করে। প্রতিনিধি দলে ছিলেন এনআইএসএমের উপ-মহাব্যবস্থাপক সাহিল মালিক ও ধীপেন ঘোষ। এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান চৌধুরী ও উপ-পরিচালক এএসএম মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রতিনিধি দলটি ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখের সঙ্গে সাক্ষাত করেন। তারা ভারতের শেয়ারবাজারে এনআইএসএম কিভাবে ও কি ভূমিকা রাখে তা তুলে ধরেন। এ সময় বিচারক আকবর আলী শেখ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্ক্যে বিস্তারিত জানান। উল্লেখ্য, প্রতিনিধি দলটি ৬ এপ্রিল পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। ন্যাশনাল হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা।
×