ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনে কয়েক শ’ বছরের পুরনো হাতির দাঁতের ব্যবসা বন্ধ হচ্ছে

প্রকাশিত: ০৪:১৪, ৬ এপ্রিল ২০১৭

চীনে কয়েক শ’ বছরের পুরনো হাতির দাঁতের ব্যবসা বন্ধ হচ্ছে

হাতির দাঁতের উপর নক্সা করে নানারকম সৌখিন জিনিসপত্র তৈরি করা চীনে কয়েক শ’ বছরের পুরনো ব্যবসা। তবে এই হস্তশিল্পীদের যুগ এখন শেষ হতে চলেছে। খবর বিবিসির। বন্য প্রাণী রক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা, সাইটিসের কর্মকর্তা জন স্কানলন বলছেন, বুনো হাতি রক্ষায় এটি একটি যুগ সন্ধিক্ষণ। তিনি বলেন, চীনে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সময়, যখন আমরা দেখছি যে, হাতির দাঁতের ব্যবসা বন্ধের সিদ্ধান্তটি খুবই কার্যকর ভাবে প্রয়োগ করা হচ্ছে। এখানে অনেক হাতির দাঁতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আরও কিছু বন্ধের প্রক্রিযয়ায় রয়েছে। একে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় বলা যেতে পারে। চীনের এই সিদ্ধান্ত একটু দেরি করেই এল। দাঁত আছে, আফ্রিকার এমন হাতিগুলো এখন বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে। আর এসব হাতি নিধনের সবচেয়ে বড় কারণ হাতির দাঁত, যার সবচেয়ে বড় চাহিদা চীনে। দেশটিতে এসব দাঁতের অন্তত ৭০ শতাংশ পাচার হয়ে থাকে। চীনে এ রকম দাঁতের একজন ব্যবসায়ী লিও ফাঙহাই। চীনা সরকারের এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে তার ব্যবসাতেও, আর তাই তিনি বেশ ক্ষুব্ধ। তিনি দাবি করছিলেন, চীনের সরকারের নিয়মনীতি মেনেই তার দাঁতের সরবরাহ আসে। তিনি বলেন, আমার খারাপ লাগছে, কারণ এই শিল্পটি আমি ভালবাসি। পিঙ্ক স্টার ‘পিঙ্ক স্টার’ নামে একটি দুর্লভ হীরা হংকংয়ের এক নিলামে ৭ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হয়েছে। পৃথিবীতে নিলামে বিক্রি হওয়া মূল্যবান পাথরের মধ্যে এটিই হচ্ছে দামের দিক থেকে নতুন বিশ্ব রেকর্ড। পিঙ্ক স্টার হচ্ছে অতি দুর্লভ গোলাপি রঙের হীরা - এবং এত বড় গোলাপি হীরা পৃথিবীর ইতিহাসে আর কখনই দেখা যায়নি। -বিবিসি চালকবিহীন শাটল বাস যুক্তরাজ্যে পরীক্ষামূলকভাবে চালকবিহীন শাটল বাস নামানো হয়েছে রাস্তায়। লন্ডনে গ্রীনউইচের রাস্তায় আগামী তিন সপ্তাহ ধরে পরীক্ষামূলক যাত্রায় শাটল বাসটিতে প্রায় ১০০ যাত্রী চলাচল করবেন। চালকবিহীন এই যানবাহন ঘণ্টায় ১৬ দশমিক ১ কিলোমিটার বেগে চলতে সক্ষম। এটি নিয়ন্ত্রিত হয় কম্পিউটারের মাধ্যমে। শাটল বাসটি চালকবিহীন হলেও প্রয়োজনে থামিয়ে দিতে প্রশিক্ষণপ্রাপ্ত এক ব্যক্তি সব সময় বাসে অবস্থান করছেন। অক্সবোটিকা নামের একটি প্রতিষ্ঠান এই শাটল বাস তৈরি করেছে। -ন্যাশনাল এক্সপ্রেস
×