ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদি সফরকালে টেরেসা মের ইঙ্গিত

২০২২ সাল পর্যন্ত ব্রিটেনে থাকতে পারবে ইইউ অভিবাসীরা

প্রকাশিত: ০৪:১৩, ৬ এপ্রিল ২০১৭

২০২২ সাল পর্যন্ত ব্রিটেনে থাকতে পারবে ইইউ অভিবাসীরা

২০১৯ সালে ব্রেক্সিটের পূর্ণ বাস্তবায়নের পরও ইউরোপীয় ইউনিয়নভুক্ত অভিবাসীরা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে বলে আভাস দিয়েছেন সৌদি আরব সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। কথা প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্বীকার করেন যে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিটের পূর্ণ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দেশের সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চলাকালে তার দেশে অভিবাসীদের অবাধ চলাচলের স্বাধীনতা দেয়া যেতে পারে। এর মাধ্যমে এটিই প্রতীয়মান হচ্ছে যে, ২০২২ সাল পর্যন্ত নিজ সীমান্ত এলাকায় ব্রিটেনের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে কার্যকর থাকবে না। এই প্রেক্ষিতে ইইউ নেতৃবৃন্দ ব্রেক্সিটের পর ব্রিটেনে তিন বছরের অন্তর্বর্তীকালীন সময় বৃদ্ধির পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে টেরেসা মে বলেন, ‘আমরা একবার ইইউ জোট থেকে বেরিয়ে গেলে ব্রিটেনের সীমান্ত ও অভিবাসী চলাচলের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে।’ স্কাই নিউজকে দেয়া পৃথক এক সাক্ষাতকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এটি সাধারণ বিবেচনার মধ্যে পড়ে যে, আমরা উভয়পক্ষ যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করছি তা প্রায়োগিক দিক থেকে জনগণ ও ব্যবসা বাণিজ্যের জন্য কল্যাণকর হবে।’ ব্রেক্সিটের পর বিনিয়োগ নিশ্চিত রাখতে এবং বাণিজ্য সম্প্রসারণের তাগিদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে সৌদি আরব সফর করছেন। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদ পৌঁছান টেরেসা মে। তার সফরে অর্থনৈতিক ইস্যুকে অগ্রাধিকার দেয়া হয়। আরব বিশ্বে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার সৌদি আরব। গত মাসে ব্রেক্সিটের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেন টেরেসা মে। লিবসন চুক্তির ৫০ অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিষয়ে লিখিতভাবে জানিয়েছেন তিনি। দীর্ঘ ৪৪ বছর পর এ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে দেশটি। -গার্ডিয়ান
×