ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় গ্যাস হামলা নিয়ে জরুরী বৈঠক আহ্বান

প্রকাশিত: ০৪:১৩, ৬ এপ্রিল ২০১৭

সিরিয়ায় গ্যাস হামলা নিয়ে জরুরী বৈঠক আহ্বান

সিরিয়ার ইদলিব প্রদেশে সম্ভাব্য রাসায়নিক গ্যাস হামলায় বহু হতাহতের পর বিষয়টি নিয়ে জরুরী বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবের খান শিখুন শহরে চালানো ওই হামলায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়। বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠকের ডাক দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য, বুধবার বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এ হামলার জন্য সিরিয়ার সরকারকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্ব শক্তি, অপরদিকে দামেস্কের কর্মকর্তারা এ ধরনের (রাসায়নিক) কোন অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছেন। খবর বিবিসি/এএফপি/নিউইয়র্ক টাইমসের। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ম্যাথিউ রাইক্রফট এ হামলাকে ‘সিরিয়ার শান্তির জন্য অত্যন্ত খারাপ খবর’ বলে মন্তব্য করেছেন। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি পরিষ্কারভাবে একটি যুদ্ধাপরাধ। আমি নিরাপত্তা পরিষদের সদস্যদের ডাকছি যারা এর আগে সমর্থনের অযোগ্যদের রক্ষা করতে তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করেছিলেন। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হামলাটিতে ৭২ জনের মৃত্যু ও ৩০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে। নিহতদের মধ্যে ১১টি শিশু রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। পরে প্রাণহানির সংখ্যা বেড়ে এক শ’তে দাঁড়ায়।
×