ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিলেট অঞ্চলের ‘লন্ডনি বাড়ি’ নজরদারিতে আনা হচ্ছে

প্রকাশিত: ০৯:১৮, ৫ এপ্রিল ২০১৭

সিলেট অঞ্চলের ‘লন্ডনি বাড়ি’ নজরদারিতে আনা হচ্ছে

বিডিনিউজ ॥ মৌলভীবাজারে প্রবাসী এক মালিকের দুটি বাড়ি ঘিরে জঙ্গীবিরোধী অভিযানের পর আলোচনায় এখন এসব সুরম্য অট্টালিকা। মালিকের অনুপস্থিতিতে কেয়ারটেকার নিয়ন্ত্রিত এসব বাড়ি জঙ্গীরা নিরাপদ আস্তানা হিসেবে বেছে নিচ্ছে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। তাই সিলেট অঞ্চলের শহর ও গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িগুলোকে নজরদারিতে আনা হচ্ছে। সেনাবাহিনী গত মঙ্গলবার সিলেটের জঙ্গী আস্তানা ‘আতিয়া মহলে’ অভিযান শেষ করার ১২ ঘণ্টা না পেরোতেই জঙ্গী আস্তানা সন্দেহে মৌলভীবাজার শহরের বড়হাট ও নাসিরপুরের দুটি বাড়ি ঘিরে অভিযানে নামে পুলিশ। সিলেটের প্রবাসীদের পরামর্শসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে ‘সিলেট ওভারসিজ সেন্টার’। তাদের তথ্য মতে, বিভাগের চার জেলার প্রায় ২০ লাখ মানুষ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে বসবাস করেন। এদের বড় একটা অংশের বাস লন্ডনে। অর্থবিত্তের মালিক এসব প্রবাসী কোটি কোটি টাকা খরচ করে গ্রামের বাড়ি অথবা শহরে বিশাল জায়গাজুড়ে তৈরি করেন বাগানবাড়ি, অট্টালিকা, ফ্ল্যাট বাড়ি। স্থানীয়ভাবে এগুলো ‘লন্ডনি বাড়ি’ বলে পরিচিত। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, প্রবাসীদের বেশিরভাগ বাড়িগুলো গ্রামে। এছাড়া একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্বও অনেক। গাছ-গাছালি আচ্ছাদিত এসব বাড়িগুলো নিরিবিলি হওয়ায় জঙ্গীরা সেগুলোই বেছে নিচ্ছে।
×