ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাঁদা না দেয়ায় মুন্সীগঞ্জে ঘরবাড়ি ভাংচুর, লুট

প্রকাশিত: ০৯:১৭, ৫ এপ্রিল ২০১৭

চাঁদা না দেয়ায় মুন্সীগঞ্জে ঘরবাড়ি ভাংচুর, লুট

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের চরাঞ্চলেরর মধ্য মাকহাটি গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। প্রাণনাশের ভয়ে ভুক্তভোগী দুই ভাই বাড়ি ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামে ভুক্তভোগী সলেমান মোল্লার বাড়িতে সংবাদকর্মীরা ছবি তুলতে গেলে বাধা দেয় হামলাকারীরা। সোমবার দুপুরে চাঁদা না দেয়ায় মধ্য মাকহাটি গ্রামের সামির মোল্লার দক্ষিণ আফ্রিকা প্রবাসী ছেলে আল-আমিন ও আলু ব্যবসায়ী সলেমান মোল্লাকে মারধর করে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় তারা সলেমান মোল্লার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। সন্ত্রাসীরা স্টিলের আলমারি ভেঙ্গে ১২ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়। ঘটনার সময় বাড়ির নারী-পুরুষেরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে। ঘটনার পর ফের হামলা ও প্রাণনাশের ভয়ে দুই ভাই ব্যবসায়ী সলেমান ও আল-আমিন বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। সলেমান মোল্লা জানিয়েছেন, এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে আনিস সরকার, শাকিল ও সিরাজ সরকারসহ পাঁচ জনকে আসামি করে সোমবার রাতে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
×