ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

গজারিয়ায় উড়ে গেছে বিদ্যালয়ের চাল, খোলা আকাশের নিচে ক্লাস

প্রকাশিত: ০৯:১৭, ৫ এপ্রিল ২০১৭

গজারিয়ায় উড়ে গেছে বিদ্যালয়ের চাল, খোলা আকাশের নিচে ক্লাস

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আকস্মিক ঝড়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সোমবার সন্ধ্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উড়ে গেছে টেংগারচর রাজিয়া কাদের উচ্চ বিদ্যালয়ের টিন সেড ভবনের চাল, কলিমুল্লাহ ডিগ্রী কলেজও ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়া একটি আশ্রায়ন প্রকল্পও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ওসমান গনি জানান, ঝড়ে বিদ্যালয়টির ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যালয়টির প্রায় এক শ’ ত্রিশ ফুট দীর্ঘ একটি টিন সেড ভবনের চালও উড়ে গেছে। ঐ ভবনটিতে ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণীর ক্লাস হতো। সামনে অর্ধ-বার্ষিক পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে আপাতত খোলা আকাশের নিচে ক্লাস পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যালয়টির দ্রুত সংস্কার ও বিকল্প কোন ভবনে ক্লাস পরিচালনা করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন শিক্ষার্থীরা। ঝড়ে উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ে প্রায় অর্ধশত কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে গোটা এলাকা। জেলা প্রশাসক সায়লা ফারজান জানিয়েছেন, শিক্ষার্থীদের পড়ালেখার যাতে ক্ষতি না হয় সে বিষয় খেয়াল রেখে জেলা প্রশাসন জরুরী ভিত্তিতে সাধ্যমতো এগুলো মেরামতের জন্য প্রক্রিয়া শুরু করেছে। গজারিয়া ইউএনওকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
×