ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী

সমতা প্রতিষ্ঠার পথে চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান

প্রকাশিত: ০৯:১৩, ৫ এপ্রিল ২০১৭

সমতা প্রতিষ্ঠার পথে চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ ঘরে-বাইরে নানা সমস্যার মধ্য দিয়ে নারীর উন্নয়ন এগিয়ে চলছে, অব্যাহত অছে নারী আন্দোলন। মৌলবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, সঙ্কীর্ণ মানসিকতাকে তুড়ি দিয়ে চার দশকের বেশি সময় ধরে নারীর মানবাধিকার রক্ষায় বাংলাদেশ মহিলা পরিষদ কাজ করেছে। আন্দোলনকে এগিয়ে নিতে বিভিন্ন প্রজন্মের নারীকে যুক্ত করা হয়েছে সংগঠনটিতে। এগিয়ে যাওয়ার পথে এখনও নানামুখী সহিংসতার শিকার হচ্ছে নারী। আকাশছোঁয়া স্বপ্ন আর সমতা প্রতিষ্ঠার পথে সব চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে বাংলাদেশ মহিলা পরিষদ। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মলিনায়তনে ‘সকল শ্রেণী পেশার নারীদের যুক্ত করি, অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ে তুলি’ সেøাগান সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বাংলাদেশ মহিলা পরিষদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি বলেন, নারী আন্দোলনের অভিজ্ঞতায় আমাদের অনেক সাফল্য ও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এ সময় তিনি ৪৭ বছরের পথচলায় প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামাল ও সাধারণ সম্পাদক মালেকা বেগমকে বিশেষভাবে স্মরণ করেন। একই সঙ্গে সবার সর্বাত্মক সহযোগিতায় নারী আন্দোলনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান । সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ ফওজিয়া মোসলেম বলেন, উপমহাদেশের নরী আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশে মহিলা পরিষদের উদ্ভব। নারীর মানবাধিকার রক্ষায় মহিলা পরিষদ কাজ করছে। সামাজিক বিকাশ ও অবস্থানের পরিবর্তনের বিষয়টি বৈশ্বিকভাবে সম্পৃক্ত। আর তাই নতুন চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে ধারাবাহিক চ্যালেঞ্জ হচ্ছে নারীর প্রতি সহিংসতা। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ফেরদৌস আজিম, বিশ্ববিদ্যালয়ের উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া হক ও এ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর।
×