ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিরপেক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ ইসি ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৮:৫৮, ৫ এপ্রিল ২০১৭

নিরপেক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ ইসি ॥ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন সুষ্ঠু হয়নি, তবে মনিরুল হক সাক্কু যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছেন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লার নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু সস্ত্রীক দেখা করতে এলে এ দাবি করেন তিনি। এসময় খালেদা জিয়া সাক্কুকে ফুল দিয়ে অভিনন্দন জানান। বিএনপি চেয়ারপার্সন বলেন, কুমিল্লার মতো ঠিক এমনিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। এজন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। খালেদা জিয়া বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে এই নির্বাচন কমিশনের অধীনে দেশে কোন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করা সম্ভব হবে না। মূলত কুসিক নির্বাচন ছিল সিইসির পরীক্ষা। এতে কমিশন নিরপেক্ষতার প্রমাণ দিতে পারত। কিন্তু কমিশন সেটি না করে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। নিরপেক্ষতার প্রমাণ তারা রাখেনি। এই সিইসি ও শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি সাক্কুর বিজয়ে কুমিল্লা বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে শুভেচ্ছা জানান। এসময় মনিরুল হক সাক্কু তার স্ত্রী আফরোজা ইয়াসমিন টিকলি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রদান করায় বেগম খালেদা জিয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও ডাঃ এম জেড জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। মালয়েশিয়া সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাত ॥ স্টাফ রিপোর্টার জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন মালয়েশিয়ার একটি সংসদীয় প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধি দলটি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে তাঁর গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ান সংসদীয় প্রতিনিধি দল চলমান আইপিইউ সম্মেলনে অংশ নিতে সম্প্রতি বাংলাদেশে আসে। মালয়েশিয়ান সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইজ্জা আনোয়ার। প্রতিনিধি দলে আরও ছিলেন, পিপলস জাস্টিস পার্টির আরেক ভাইস প্রেসিডেন্ট সামসুল ইস্কান্দার মোঃ একিন, মালয়েশিয়ান সংসদের বিরোধী দলের চীফ হুইপ জহুরি আবদুল, পিপলস জাস্টিস পার্টির সুপ্রীম কাউন্সিল মেম্বার ড. মোঃ নুর মনুতি প্রমুখ। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রমুখ।
×