ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতিমালা কার্যকর শীঘ্রই ॥ নাসিম

প্রকাশিত: ০৮:৪৮, ৫ এপ্রিল ২০১৭

জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতিমালা কার্যকর শীঘ্রই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি ও স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শীঘ্রই ওই নীতিমালা কার্যকর করা হবে। দেশকে তামাকমুক্ত করতে এর সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সেক্টরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যেই দেশ তামাকমুক্ত করা সম্ভব হবে। মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সমকাল-প্রজ্ঞা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) আব্দুল মালিক, কাজী খলীকুজ্জামান, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের প্রমুখ। তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমার এখতিয়ারে যতটুকু করণীয় আছে, তা করব। তিনি বলেন, ধূমপানমুক্ত সনদপত্র ছাড়া কেউ মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবে না। গত বছর থেকে এটি কার্যকর করেছি। সমস্ত স্বাস্থ্য স্থাপনা, কেন্দ্র ও মন্ত্রণালয়কে ধূমপানমুক্ত করেছি। এর আগে স্বাস্থ্যমন্ত্রী চ্যানেল আই কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৭ এর থিম সং এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিষণœতার মতো মানসিক সমস্যা যেন কোন মানুষকে গ্রাস করতে না পারে সেজন্য স্বজন ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। সকলকে মনে রাখতে হবে বিষণœতায় আক্রান্ত হওয়ার কোন নির্দিষ্ট বয়স নাই। মানসিক অবসাদকে ভুলিয়ে দিতে গান শোনা, বই পড়া এবং শরীর চর্চার অভ্যাস গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
×