ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বৈষম্য দূর করেও সন্ত্রাস ও জঙ্গীবাদ নিরসন সম্ভব ॥ স্পীকার

প্রকাশিত: ০৮:৪৮, ৫ এপ্রিল ২০১৭

বৈষম্য দূর করেও সন্ত্রাস ও জঙ্গীবাদ নিরসন সম্ভব ॥ স্পীকার

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় সংসদের স্পীকার ও ১৩৬তম আইপিইউ সম্মেলনের সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈষম্য দূরীকরণের মধ্য দিয়েও সন্ত্রাস ও জঙ্গীবাদ নিরসন করা সম্ভব। যেহেতু বৈষম্য নিরসন হচ্ছে এবারের আইপিইউ সম্মেলনের মূল প্রতিপাদ্য, সেটির সঙ্গেও সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ নির্মূলের একটা গভীর যোগ রয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নিজ কক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পীকার আরও বলেন, আমরা যদি বিশ্বের দারিদ্র্যকে সঠিকভাবে বিমোচন করতে না পারি, ধনী-দরিদ্রের পার্থক্যকে কমিয়ে আনতে না পারি, অসমতা যদি বাড়তেই থাকে এবং আমাদের জনগোষ্ঠী যদি সম্ভাবনা ও সুযোগের জায়গাগুলো থেকে বঞ্চিত থাকে তাহলে তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে। এই কারণেই বৈষম্য দূরীকরণের মধ্য দিয়েও সন্ত্রাস ও জঙ্গীবাদ নিরসন করা যায়। সিপিএ চেয়ারপার্সন বলেন, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ এখন একটি বৈশ্বিক সমস্যা। বৈশ্বিক নেতৃবৃন্দ বিশেষ করে সংসদ সদস্যরা এই সম্মেলনকে ঘিরে ঐক্যবদ্ধ হয়েছি। আমি মনে করি এটা একটা উর্বর ক্ষেত্র যেখানে এই সমস্যাটি নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা হতে পারে। তিনি বলেন, জঙ্গীবাদ এবং সন্ত্রাস কেন সারাবিশ্বে এভাবে ছড়াচ্ছে, বিশ্ব নেতৃবৃন্দকে সেটার কারণ খুঁজতে হবে এবং এটা খুঁজতে হলে আরো গভীরে যেতে হবে। মূল কারণগুলোকে চিহ্নিত করতে হবে এবং এটার সমাধানের ব্যবস্থা করতে হবে। এর মাধ্যমেই বিশ্বের কাক্সিক্ষত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। স্পীকার বলেন, আইপিইউ’র ৪টি স্থায়ী কমিটি রয়েছে। এই স্থায়ী কমিটির সভাপতিরা সম্মেলনের প্রথম দিন সকালে স্টিয়ারিং কমিটির সভায় তাদের রিপোর্টগুলো উপস্থাপন করেছেন। এই রিপোর্টের ভিত্তিতেই স্থায়ী কমিটির সভায় কি কি বিষয়ে আলোচনা হবে তা নির্ধারণ করেছে। এর প্রেক্ষিতেই স্থায়ী কমিটিগুলো এই কয়েকদিন ধরে আলোচনা করছে। আজ বুধবার এসব আলোচনার ফিডব্যাক পাওয়া যাবে।
×