ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি২০ সিরিজ

বাংলাদেশকে ৬ উইকেটে হারাল শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৮:১৫, ৫ এপ্রিল ২০১৭

বাংলাদেশকে ৬ উইকেটে হারাল শ্রীলঙ্কা

মোঃ মামুন রশীদ ॥ সিরিজের প্রথম টি২০ ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সবচেয়ে বিস্ময়কর খবর ছিল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসর ঘোষণা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টি২০ সিরিজ শেষেই এ ফরমেটকে বিদায় জানাবেন তিনি। এ কারণে প্রেমাদাসায় মঙ্গলবার রাতে প্রথম টি২০ ম্যাচে জয় তুলে নিতে চেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সেটা হয়নি। শ্রীলঙ্কা জিতে গেছে ৬ উইকেটে। প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ১৮.৫ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান করে সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এর ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকল স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। ক্যারিয়ারের শেষ টি২০ সিরিজে জয় তুলে নেয়ার স্বপ্ন আগে থেকেই দেখেছিল বাংলাদেশ দল। কিন্তু প্রথম ওভারেই লাসিথ মালিঙ্গার ভয়ানক বোলিং তোপে দিশেহারা হয়ে যায় মাশরাফির দল। ফর্মে থাকা ওপেনার তামিম ইকবাল ইনিংসের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ওই ওভারের শেষ বলে মালিঙ্গার বল বুঝেই উঠতে পারেননি সাব্বির রহমান, ক্যাচ দিয়েছিলেন। তবে সেটা ধরতে পারেননি মালিঙ্গা। ঝঞ্ঝামুখর প্রথম ওভারের পরেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সৌম্য সরকার ঝড় তোলেন। তিনি ইনিংসের তৃতীয় ওভারে মালিঙ্গাকে তুলোধুনো করে ১৭ রান তুলে নিয়ে প্রাথমিক বিপদ ভুলে যায় বাংলাদেশ দল। সাব্বির-সৌম্য জুটি লঙ্কান বোলারদের দিশেহারা করে দেন। ৫ ওভারেই আসে ৫৭ রান। কিন্তু তখনই দুর্ভাগ্য নেমে আসে, যেন মুখ ফিরিয়ে নেন ভাগ্যদেবী। রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন সাব্বির ১৪ বলে ১৬ রান করে। এরপর মড়ক লাগে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। ওই ওভারেই সৌম্য ২০ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন। তারপর বাকিরা চরমভাবে ব্যর্থ হয়েছেন। মুশফিকুর রহীম ৯ বলে ৮, সাকিব আল হাসান ১৫ বলে ১১ করে ফিরে গেলে উল্টো চরম বিপদে পড়ে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ৫৭ রানের জুটি গড়েন মোসাদ্দেক হোসেন সৈকত ও মাহমুদুল্লাহ রিয়াদ। তারা দলকে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছে দেন। ফিরতি স্পেলে এসে মালিঙ্গা আবার আঘাত হানেন। ২৬ বলে ৩১ রান করে আউট হয়ে যান মাহমুদুল্লাহ। তবে শেষ পর্যন্ত মোসাদ্দেক ৩০ বলে ৩ চারে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ৬ উইকেটে ১৫৫ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। মালিঙ্গা নেন ৩৮ রানে ২ উইকেট। জবাব দিতে নেমে ৬৫ রানের উদ্বোধনী জুটি গড়ে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। উপুল থারাঙ্গা কিছুটা দেখেশুনে খেললেও বাংলাদেশী বোলারদের ওপর রীতিমতো তা-ব চালান কুসল পেরেরা। থারাঙ্গাকে (২৩ বলে ২৪) ফিরিয়ে দিয়ে প্রথম সাফল্য আনেন মাশরাফি। দিলশান মুনাবীরাকেও (৮) দ্রুত ফিরিয়ে দেন তিনি। সাব্বিরের সরাসরি থ্রো-তে সাজঘরে ফেরেন আসেলা গুণারতেœ (১৭)। কিন্তু অপরপ্রান্তে ঠিকই ঝড় অব্যাহত ছিল কুসলের। ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি হাঁকান তিনি। ৫৩ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭৭ রান তুলে তাসকিন আহমেদের বলে ফিরে যান তিনি ইনিংসের ১৯তম ওভারে। তখন জয় থেকে মাত্র ৯ রান দূরে লঙ্কানরা। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই ৪ উইকেটে ১৫৮ রান তুলে জয় পায় লঙ্কানরা। স্কোর ॥ বাংলাদেশ ইনিংস- ১৫৫/৬; ২০ ওভার (মোসাদ্দেক ৩৪*, মাহমুদুল্লাহ ৩১, সৌম্য ২৯; মালিঙ্গা ২/৩৮)। শ্রীলঙ্কা ইনিংস- ১৫৮/৪; ১৮.৫ ওভার (কুসল ৭৭, থারাঙ্গা ২৪, প্রসন্ন ২২*; মাশরাফি ২/৩২)। ফল ॥ বাংলাদেশ ৬ উইকেটে পরাজিত। ম্যাচসেরা ॥ কুসল পেরেরা (শ্রীলঙ্কা)
×