ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৬:৩৩, ৫ এপ্রিল ২০১৭

বিসিএস কর্নার

(পূর্ব প্রকাশের পর) ১৮। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ক) খাগড়া ভেলী খ) তেঙ্গী ভেলী গ) জাবরী ভেলী ঘ) ম্যারিস্যা বেলী ১৯। পদ্মা নদী বাংলাদেশে প্রবেশের পর কোন স্থানে যমুনার সঙ্গে মিলিত হয়েছে ক) চাঁদপুর খ) গোয়ালন্দ গ) ভৈরব ঘ) নারায়ণগঞ্জ ২০। বাংলাদেশে স্থানীয় শাসন আইন কবে জারি করা হয় ক) ১৯৭২ খ) ১৯৭৬ গ) ১৯৮২ ঘ) ১৯৮৬ ২১। বাংলাদেশে সর্বপ্রথম রাবার চাষ শুরু হয় কত সালে ক) ১৯৬৫ সালে খ) ১৯৬৬ সালে গ) ১৯৬৭ সালে ঘ) ১৯৬৮ সালে ২২। নদী গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট কত সালে ঢাকা থেকে ফরিদপুরে স্থানান্তরিত করা হয় ক) ১৯৭৭ সালে খ) ১৯৭৯ সালে গ) ১৯৮০ সালে গ) ১৯৮৮ সালে ২৩। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে ক) ১৯৭১ সালে খ) ১৯৭২ সালে গ) ১৯৭৩ সালে ঘ) ১৯৭৪ সালে ২৪। ‘জাতীয় রাজনীতি : ১৯৪৫ থেকে ৭৫’ গ্রন্থটির রচয়িতা কে ক) আবুল মনসুর আহমদ খ) অলি আহাদ গ) আবদুল গাফফার চৌধুরী ঘ) মুনতাসীর মামুন ২৫। ১৯৭১ সালের কোন তারিখে ‘স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নামে ঘোষণা দেয়া হয় ক) ২৬ মার্চ খ) ১০ এপ্রিল গ) ১৭ এপ্রিল ঘ) ১৬ ডিসেম্বর ২৬। পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তক কে ক) লর্ড রিপন খ) ওয়োরেন হেস্টিংস গ) লর্ড কর্ণওয়ালিস ঘ) লর্ড বেন্টিঙ্ক ২৭। দেশের প্রথম আবিষ্কৃত সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি ক) কুতুবদিয়া খ) সাঙ্গু গ) সেমুতাং ঘ) হালদা ২৮। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত ক) মনিপুর খ) অরুণাচল গ) নাগাল্যান্ড ঘ) সবগুলো ২৯) মানবাধিকার লঙ্ঘিত হলে অচল হয়ে পড়ে ক. শাসন বিভাগ খ. গনতন্ত্র গ. সরকার ঘ. সংসদ ৩০) সরকার ও জনগনের মধ্যে আয়নার মতো কাজ করে- ক. জনগণ খ. রাষ্ট্র গ. আমলা ঘ. সংবাদ মাধ্যম ৩১) লালফিতার দৌরাত্মের ফলে ব্যাহত হয় - ক. উন্নয়ন খ. জনগণের সম্মতি ও সন্তুষ্টি গ. আইন ঘ. জবাবদিহিতা ৩২) সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষাকল্পে যে আইন প্রবর্তন করা হয়- ক. সাংবিধানিক আইন খ. ফৌজদারি আইন গ. বেসরকারি আইন ঘ. সরকারি আইন ৩৩) প্রশাসন যন্ত্রের ধারক ও বাহক ক. সংসদ খ. শাসন বিভাগ গ. সরকার ঘ. জনগন উত্তর : ১৮. গ ১৯. গ ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. ঘ ২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. খ ২৮. ঘ ২৯. খ ৩০. ঘ ৩১. ক ৩২. খ ৩৩. গ সাধারণ জ্ঞান টিএস এলিয়েটের কবিতার বাংলা অনুবাদ করেন কে বিষ্ণু দে বাংলাদেশ বিমানের প্রতীক কী বলাকা বাংলাদেশে এ পর্যন্ত কতবার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে একবার বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে ১১টি আবহাওয়া অধিদপ্তর কোন্ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়
×