ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি;###;মিহির রঞ্জন তালুকদার

উচ্চমাধ্যমিক পরীক্ষার স্পেশাল মডেল টেস্ট-৩

প্রকাশিত: ০৬:৩২, ৫ এপ্রিল ২০১৭

উচ্চমাধ্যমিক পরীক্ষার স্পেশাল মডেল টেস্ট-৩

কম্পিউটার ইঞ্জিনিয়ার ও প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ, সিলেট। পরীক্ষক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট। মোবাইল : ০১৭১২৪৮৭৪৪৮ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ: তোমাদের পরীক্ষা অতি নিকটবর্তী, আসা করি এর মধ্যেই তোমাদের সিলেবাস সম্পূর্ণ হয়েছে। এখন নিজেকে যাচাই করার পালা। তাই আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বহুনির্বাচনি অংশের একটি নমুনা প্রশ্ন দেওয়া হলো। আগে নিজে নিজে প্রশ্নের উত্তর লিখে নেবে এবং পরে সঠিক উত্তরের সাথে মিলিয়ে নেবে। সময়: ২৫ মিনিট পূর্ণমান: ২৫ ১। ২-এর পরিপূরক নির্ণয়ের সূত্র হলো- ক. ১-এর পরিপূরক +২ খ. ১-এর পরিপূরক +১ গ. ২-এর পরিপূরক +২ ঘ. ২-এর পরিপূরক +১ ২। ঊ ও ৩ এর যোগফল কত? ক. ১৫ খ. ১৬ গ. ১৭ ঘ. ১৮ ৩। হেক্সাডেসিমাল সংখ্যাপদ্ধতি ব্যবহৃত হওয়ার কারণ- র. ভুলের আশঙ্কা কমানো যায় রর. মেমোরি ব্যবহার কম হয় ররর. কালার কোড নির্ধারণ করা যায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উদ্দীপকটি দেখ এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও ৪। সত্যক সারণিটি কোন গেইটকে নির্দেশ করে? ক. ঘঙজ খ. অঘউ গ. ঙজ ঘ. ঘঙঞ ৫। সত্যক সারণিটির বুলিয়ান সমীকরণ কোনটি? ক. ী = অই খ. অ + ই গ. ঘ. ৬। কম্পিউটার আপরাধের অন্তর্ভুক্ত বিষয় হলো- র. সফটওয়্যার পাইরেসি রর. পেজিয়ারিজম ররর. ডেটা চুরি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও। ভার্চুয়াল রিয়েলিটির বাস্তব অভিজ্ঞতা দেখানোর জন্য শিক্ষক ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি ত্রি-ডি মোভি দেখাতে নিয়ে গেলেন। সেখানে ঢোকার সময় ছাত্র-ছত্রীরা দেখল দরজার দিকে তাকানোর সাথে সাথে দরজা খুলে গেছে। ভেতরে ঢুকার পর একটি লোক কয়েকজন ছাত্রের চোঁখে একটি বিশেষ হেলমেট পরিয়ে আলো নিবিয়ে দিলে তারা দখেল যে, বিভিন্ন বন্য প্রাণী যেন বাস্তবেই জঙ্গলে গোড়াগোড়ি করছে। এভাবে তার বাস্তব একটি অভিজ্ঞতা লাভ করল। ৭। তারা কোন বৈশিষ্ট্যের দ্বারা অফিসে প্রবেশ করলেন? ক. রেটিনা খ. আঙ্গুলের ছাপ গ. কণ্ঠস্বর ঘ. মুখের গড়ন ৮। কয়েকজন ছাত্র বাস্তব অভিজ্ঞতা অর্জনের সময় দেখলো- র. দ্বি-ত্রিক দৃশ্য রর. ত্রি-মাত্রিক দৃশ্য ররর. কৃত্রিমভাবে জীবন্ত ছবি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র, রর ও ররর গ. রর ও ররর ঘ. র ও ররর ৯। বাংলাদেশে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি চালু রযেছে- র. ওয়েবভিত্তিক রর. ইন্টারনেটভিত্তিক ররর. মাল্টিমিডিয়াভিত্তিক নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ১০। সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে কোনটি? ক. টঞচ খ. ঝঞচ গ. কো-এক্সিয়াল ক্যাবল ঘ. ফাইবার অপটিক ক্যাবল ১১। ন্যারেব্যান্ডে ডেটার গতিসীমা কত? ক. ৪৫ নঢ়ং-৩০০ নঢ়ং খ. সর্বোচ্চ ৯৬০০ নঢ়ং গ. ৯৬০০ নঢ়ং- ২ গনঢ়ং ঘ. কমপক্ষে ১গনঢ়ং ১২। নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বোঝায়? ক. স্টার্ট ট্রান্সমিশন খ. স্টপ ট্রান্সমিশন গ. স্টার্ট/স্টপ ট্রান্সমিশন ঘ. লিনিয়ার ট্রান্সমিশন ১৩। কোনটি ডর-গধী স্ট্যান্ডার্ড? ক. ৮০২.১৫ খ. ৮০২.১১ধ গ. ৮০২.১১ন ঘ. ৮০২.১৬ ১৪। ওয়েবসাইটের কাঠামোর অন্তর্ভুক্ত হলো- র. গধরহ ঝবপঃরড়হ রর. ঐড়সব চধমব ররর. ঝঁনংবপঃরড়হ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ১৫। ওয়েবপেজে চিত্র সংযোগ করার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়? ক. <রসম> খ. <লঢ়ম> গ. <ঢ়রপ> ঘ. <ঢ়হম> ১৬। টেবিলের হেডিংয়ের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়? ক. <নৎ> খ. <ঃয> গ. <ঃফ> ঘ. <ঃৎ> ১৭। দুটি ওয়েবপেজের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কী ব্যবহার করতে হয়? ক. এলিমেন্ট খ. সার্চ ইঞ্জিন গ. হাইপার লিংক ঘ. ব্রাউজার ১৮। <ঢ় ংঃুষব =“পড়ষড়ৎ : ৎবফ”> ঐড়ঃসরষ এখানে অ্যাট্টিবিউট কোনটি? ক. <ঢ়> খ. পড়ষড়ৎ গ. ংঃুষব ঘ. পড়ষড়ৎ: ৎবফ নিচের উদ্দীপকের আলোকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও। একটি কোম্পানীর প্রোগ্রামার সিস্টেম অ্যানালিস্ট হাসান সাহেবকে চিত্রের মাধ্যমে একটি প্রোগ্রাম কীভাবে রচনা করা হবে, তা দেখিয়ে দিল। হাসান সাহেব এর আলোকে প্রোগ্রাম রচনা শুরু করল। ১৯। উদ্দীপকে যে মাধ্যমে প্রোগ্রাম রচনার কথা বলা হয়েছে উক্ত পদ্ধতিকে কী বলা হয়? ক. অ্যালগরিদম খ. ফ্লোচার্ট গ. ডিবাগিং ঘ. সুডোকোড ২০। উদ্দীপকে উল্লেখিত বিষয়টির বৈশিষ্ট হলো- র. সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রোগ্রামের পরিকল্পনা রর. প্রোগ্রাম প্রবাহের দিক অনুধাবন করা যায় ররর. ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতি নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও রর ঘ. র, রর ও ররর ২১। কখন ফড় যিরষব লুপ এর ঈড়হফরঃরড়হ পরীক্ষা করা হয়? ক. লুপের শেষে খ. লুপের শুরুতে গ. লুপের মাঝখানে ঘ. যে কোনো সময় ২২। নিচের কোনটি সি ভাষার বৈধ চলক? ক. ধনপ@ুধযড়ড় খ. ধনথৎু গ. জড়ষষ ০৭ ঘ. ঝঃঁফবহঃ হধসব ২৩। নিচের কোনটি ডেটাবেজ সিকিউরিটির বিষয়? ক. হোম সিকিউরিটি খ. অফিস সিকিউরিটি গ. সিস্টেম সিকিউরিটি ঘ. পারসোনাল সিকিউরিটি ২৪। ডেটাবেজ-এর শাব্দিক অর্থ কী? ক. তথ্যের সমাবেশ খ. ডাটার ফর্ম গ. ডাটার বিন্যাস ঘ. ডাটার সমাবেশ ২৫। টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? ক. ১২৮ খ. ২৫৫ গ. ২৫৬ ঘ. ৫১২ সঠিক উত্তর: ১-খ, ২-গ, ৩-ঘ, ৪-খ, ৫-ক, ৬-ক, ৭-ক, ৮-খ, ৯-ঘ, ১০-ঘ, ১১-ক, ১২-গ, ১৩-ঘ, ১৪-ঘ, ১৫-ক, ১৬-খ, ১৭-গ, ১৮-গ, ১৯-খ, ২০-গ, ২১-ক, ২২-খ, ২৩-গ, ২৪-ঘ, ২৫-খ।
×