ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরও ওপরের দিকে দৃষ্টি ফেদেরারের

প্রকাশিত: ০৫:৫৮, ৫ এপ্রিল ২০১৭

আরও ওপরের দিকে দৃষ্টি ফেদেরারের

স্পোর্টস রিপোর্টার ॥ আরেকবার চরম প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হতাশ করলেন রজার ফেদেরার। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছিলেন নাদালকে হারিয়ে। এবার মিয়ামি মাস্টার্সেও স্প্যানিশ তারকা হার মানলেন সুইস তারকা ফেদেরারের কাছে। এ বছর তিনটি বড় আসরের শিরোপাই উঠলো নিজেকে পুণ্যোদ্যম আর ছন্দে ফিরে পাওয়া সাবেক এ বিশ্বসেরার হাতে। নিজের নৈপুণ্যে দারুণ সন্তুষ্ট ফেদেরার জানিয়েছেন স্বপ্নযাত্রা অব্যাহত থাকবে। ২০০৬ সালে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন ফেদেরার। তবে গত কয়েক বছরে পিছিয়ে পড়েছিলেন র‌্যাঙ্কিংয়ে। ১৭ নম্বরে নেমে গিয়েছিলেন। ৩৫ বছর বয়সী এ সুইস তারকাকে নিয়ে তাই সবাই সন্দিহান ছিলেন ফেদেরার বেশিদিন আর ক্যারিয়ার চালিয়ে যেতে পারবেন না। তবে সেটাকে ভুল প্রমাণ করে এ বছর ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডসøাম জয় করেন তিনি। সেইসঙ্গে আগেই জানিয়েছিলেন মেজর টুর্নামেন্টগুলো ছাড়া খুব বেশি আসরে অংশ নেবেন না। সেই পরিকল্পনায় বেশ ভালভাবেই এগিয়ে চলেছেন ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেন ও ইন্ডিয়ান ওয়েলসে শিরোপা জেতার পর মিয়ামি মাস্টার্সেও চ্যাম্পিয়ন হলেন। মিয়ামিতে শিরোপা জেতার জন্য বেশ বড় বড় বাধা পেরোতে হয়েছে তাকে। কিন্তু ফেদেরারকে দমিয়ে রাখা যায়নি। এ বছর কোর্টে বরাবরের মতো সবচেয়ে চরম প্রতিদ্বন্দ্বী নাদালকে তিনবারের সাক্ষাতে প্রতিবারই পরাস্ত করেছেন তিনি। এরমধ্যে অস্ট্রেলিয়ান ওপেন ও মিয়ামি মাস্টার্সের ফাইনালে এবং ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ রাউন্ডে নাদাল হেরে যান তার কাছে। চলতি বছরে দুর্দান্ত নৈপুণ্য দেখানোর কারণে সব আসরেই ফেবারিট হিসেবে বিবেচিত হচ্ছেন ফেদেরার। আবারও বিশ্বসেরা হওয়ার পথেই আছেন তিনি। ইতোমধ্যেই উঠে এসেছেন ৪ নম্বরে। নাদালের বিরুদ্ধে ৬-৩, ৬-৪ সেটে জয়ের পর ফেদেরার বলেন, ‘আমার কাছে এটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাময় ম্যাচ ছিল। যারা ম্যাচটি দেখেননি বিশ্বের অন্য কোথাও অন্য কাজে ব্যস্ত ছিলেন তারা হয়তো স্কোর দেখে অন্যরকম ভাবতে পারেন। কিন্তু দুটি সেটেই জয়ের যথেষ্ট সুযোগ তৈরি করেছিল নাদাল। আর সবগুলো পয়েন্ট অর্জনের জন্য আমাকে চাপে থাকতে হয়েছে।’ নিজেকে এমনভাবে খুঁজে পাওয়ার পর এখন ফেদেরার মনে করছেন শীর্ষে ফেরার যে স্বপ্নটা আছে সেটার যাত্রা বেশ ভালভাবেই অব্যাহত আছে। তিনি বলেন, আমি যখন ভাল বোধ করি এবং স্বাস্থ্যটা ভাল থাকে এরকম টেনিস উপহার দিতে পারি।
×