ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ গ্ল্যামারহীন আইপিএল শুরু

প্রকাশিত: ০৫:৫৭, ৫ এপ্রিল ২০১৭

আজ গ্ল্যামারহীন আইপিএল শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ ও রানার্সআপ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি২০’র দশম আসর। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় খেলাটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। টাকার খেলা আইপিএল, যেখানে অংশ নিতে বিশ্বের তাবত সব ক্রিকেটার মাছির মতো ভারতের মাটিতে জড়ো হবেন। থাকবেন ক্রিস গেইল, স্টিভেন স্মিথ, ডোয়াইন ব্রাভো, বেন স্টোকস, ট্রেন্ট বোল্ট, শেন ওয়াটসন, মোহাম্মদ নবীরা। তবু কেন গ্ল্যামারহীন? ‘বিরাট কোহলি নেই’Ñ উত্তরের জন্য এই একটি বাক্যই যথেষ্ট। বিশ্ব ক্রিকেটের বড় তারকা নেই তার দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টে। ইনজুরির জন্য ভারত জাতীয় অধিনায়ককে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে। একই কারণে নেই রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, উমেশ যাদবসহ আরও অনেকে। তার ওপর হঠাৎই রাইজিং পুনে সুপারজায়ান্টসের নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। হায়দরাবাদের নেতৃত্বে যথারীতি ডেভিড ওয়ার্নার। অন্যদিকে কোহলির অনুপস্থিতিতে বেঙ্গালুরুর অধিনায়কের দায়িত্ব পালন করবেন শেন ওয়াটসন। দুই অস্ট্রেলিয়ানের লড়াই দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। শ্রীলঙ্কা সফর শেষে বাংলাদেশী তারকা পেসার মুস্তাফিজুর রহামান হায়দরাবাদের হয়ে কিছু ম্যাচ খেলবেন বলে জানা গেছে। কলকাতা নাইট রাইডার্স সদস্য সাকিব-আল হাসানেরও একই পরিস্থিতি। কারণ আগামী মাসে ত্রিদেশী ওয়ানডে খেলতে আগেভাগেই আয়ারল্যান্ডে উড়ে যাবে বাংলাদেশ। হায়দরাবাদে দেশী পারফর্মারদের মধ্যে যুবরাজং সিং, ভুবনেশ্বর কুমার, আশীষ নেহরা, শিখর ধাওয়ানের নাম উল্লেখ্য। বিদেশীদের মধ্যে ওয়ার্নারের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার ময়েসিস হেনরিকস, ইংল্যান্ডের ক্রিস জর্ডান, আফগানিস্তানের রশিদ খান। অন্যদিকে ইনজুরির কারণে এবি ডি ভিলিয়ার্সের খেলা নিয়ে শঙ্কা থাকলেও বিদেশী তারকাদের মধ্যে ক্রিস গেইলকে পাচ্ছেন বেঙ্গালুরু অধিনায়ক ওয়াটসন। আছেন ইংল্যান্ডের দ্রুতগতির বোলার টাইমাল মিলস, উইন্ডিজ লেগস্পিনার স্যামুয়েল বদ্রি। স্থানীয়দের মধ্যে স্টুয়ার্ট বিনি, যুভেন্দ্র চাহাল, কাদের যাদব, ইকবাল আব্দুল্লাহর নাম উল্লেখ্য। অংশগ্রহণকারী অপর ছয় দল হচ্ছেÑ দিল্লী ডেয়ারডেভিলস, গুজরাট লায়ন্স, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টস। নিয়ম অনুযায়ী লীগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হবে। সেরা চার দল কোয়ালিফায়ার, বকেং সেখান থেকে দু’দল ফাইনালের টিকেট পাবে। এই রাজীব গান্ধী স্টেডিয়ামেই ২১ মে অনুষ্ঠিত হবে ফাইনাল। আগের নয় আসরের চ্যাম্পিয়নÑ রাজস্থান রয়্যালস (২০০৮), ডেকান চার্জার্স (২০০৯), চেন্নাই সুপার কিংস (২০১০, ২০১১), কলকাতা নাইট রাইডার্স (২০১২, ২০১৪), মুম্বাই ইন্ডিয়ান্স (২০১৩, ২০১৫) ও সানরাইজার্স হায়দরাবাদ (২০১৬)। এবারের উদ্বোধনী অনুষ্ঠান ভিন্ন আটটি শহরে একযোগে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পাশাপাশি যে কোন রকমের দুর্নীতি-ফিক্সিংমুক্ত রাখতে সর্বোচ্চ সতর্কতার ঘোষণা দিয়েছেন আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা।
×