ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কনফেডারেশন্স কাপ

পর্তুগাল, মেক্সিকো ও জার্মানিই শিরোপার দাবিদার ॥ কার্লোস

প্রকাশিত: ০৫:৫৬, ৫ এপ্রিল ২০১৭

পর্তুগাল, মেক্সিকো ও জার্মানিই শিরোপার দাবিদার ॥ কার্লোস

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী জুনে শুরু হবে কনফেডারেশন্স কাপ ফুটবল। ১৭ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলের ড্রেস রিহার্সাল এ টুর্নামেন্ট রাশিয়ার ৪ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ব্রাজিল এবার নেই। ২ জুলাই ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলকে যে ট্রফি দেয়া হবে তা পরিভ্রমণ করছে অংশগ্রহণকারী ৮ দেশে। সাবেক ব্রাজিলিয়ান তারকা রবার্তো কার্লোস ট্রফিটা পর্তুগালে আসার পর দেখেছেন। এ সময় তিনি আসন্ন এ ফুটবল যজ্ঞ নিয়ে নিজের মতামত তুলে ধরেন। সাবেক এ লেফটব্যাক মনে করছেন এবার কনফেডারেশন্স কাপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে পর্তুগাল, মেক্সিকো ও জার্মানি। সাক্ষাতকারে তিনি আরও অনেক বিষয় নিয়ে কথা বলেছেনÑ প্রশ্ন ॥ রাশিয়ায় খেলেছেন আপনি, সেখানকার দর্শকদের বিষয়ে কিছু বলুন। কার্লোস ॥ তারা তাদের ফুটবলকে ভালবাসে। মস্কোর বাইরের একটা দলে আমার খেলার সুযোগ হয়েছিল। আমাদের মাঠে যখন খেলা হতো স্টেডিয়াম পরিপূর্ণ থাকতো দর্শক-সমর্থকদের ভিড়ে। সেখানে লোকোমোটিভ ও স্পার্টাক ক্লাব দু’টি দারুণ জনপ্রিয়। আমার মনে হয় কনফেডারেশন্স কাপ ও বিশ্বকাপ রাশিয়ার মানুষদের মধ্যে ফুটবলের গুরুত্ব বুঝে ওঠার ক্ষেত্রে বেশ সহায়ক হবে। প্রশ্ন ॥ রাশিয়া শীতল দেশ। তবে জুনে এমনটা হওয়ার কথা নয়। পরিবেশটা কেমন থাকবে? কার্লোস ॥ অনেক গরম। আমরা সবসময় একটা বিষয় নিয়ে ঠাট্টা করি যে রাশিয়ায় যে কেউ শূন্যের ৪০ ডিগ্রী নিচে থেকে আবার শূন্যের ওপর ৪০ ডিগ্রী পর্যন্ত ওঠানামা করার সুযোগ পাবে। তবে রাশিয়ার মানুষ গরমটা বেশ উপভোগ করে। কারণ তারা বছরের অধিকাংশ সময় শীতে দারুণ ভোগান্তিতে থাকে, গরম আসলে সবাই রাস্তায় নেমে পড়ে এবং আনন্দ-ফূর্তি করে। প্রশ্ন ॥ রাশিয়ার গ্রুপে আছে নিউজিল্যান্ড, পর্তুগাল ও মেক্সিকো? কতদূর যেতে পারবে রাশিয়া? কার্লোস ॥ এটা খুবই কঠিন গ্রুপ, খুবই কঠিন। দেশের মাটিতে সব সমর্থকের সমর্থন নিয়ে তারা প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রাশিয়া, পর্তুগাল ও মেক্সিকোর মধ্যে বড় প্রতিদ্বন্দ্বিতা হবে। রাশিয়া স্বাগতিক, পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং মেক্সিকো দারুণ দল সেজন্য। এদের সবারই কিছু তারকা খেলোয়াড় আছে। প্রশ্ন ॥ শিরোপা জয়ে ফেবারিট কারা? কার্লোস ॥ পর্তুগাল, মেক্সিকো ও জার্মানির মধ্যে যে কেউ এবার শিরোপা জিতবে। এই তিনটি দলের খেলা আমি বেশ উপভোগ করি এবং তারা দারুণ কিছু খেলোয়াড় পেয়েছে। তবে এরপরও আমাদের অপেক্ষায় থাকতে হবে প্রতিযোগিতা শুরু পর্যন্ত। সবাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পর্তুগালের জার্সিতে দেখার জন্য উন্মুখ হয়ে আছে। এরপর এ্যালেক্সিস সানচেজ, আরটুরো ভিদাল ও জ্যাভিয়ের হার্নান্দেজদের মতো তারকারা আছে। আমি নিজেও খেলাটা শুরুর অপেক্ষায় উন্মুখ হয়ে আছি। আমার মনে হয় দারুণ একটা টুর্নামেন্ট হবে এবার। প্রশ্ন ॥ ১৯৯৭ সালে কনফেডারেশন্স কাপ জয়ের স্বাদ পেয়েছেন। ক্যারিয়ারে সেটার গুরুত্ব কতখানি? কার্লোস ॥ অবশ্যই বিশ্বকাপ যে কোন খেলোয়াড়ের কাছে সবচেয়ে ভিন্নতর। তবে কনফেডারেশন্স কাপও আমার কাছে বিশেষ এক অবস্থান নিয়েছে। কারণ ব্রাজিলের হয়ে সেটাই ছিল আমার ক্যারিয়ারের প্রথম কোন বড় আসরের শিরোপা জয়।
×