ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০০৮ সালে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু মারুফুলের

আরামবাগের কোচ মারুফুল হক

প্রকাশিত: ০৫:৫৫, ৫ এপ্রিল ২০১৭

আরামবাগের কোচ মারুফুল হক

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকদিন ধরেই কর্মহীন ছিলেন। তবে শীঘ্রই এ অবস্থার পরিবর্তন ঘটতে চলেছে। কেননা ইতোমধ্যেই আরামবাগ ক্রীড়া সংঘের কোচের দায়িত্ব পেয়েছেন মারুফুল হক। আরামবাগ গত প্রিমিয়ার লীগে ষষ্ঠ হয়েছিল। মারুফুলের অধীনে আগের চেয়ে এবারও আরও ভাল ফলের প্রত্যাশা করছে ক্লাবটির ম্যানেজমেন্ট। যদিও গুঞ্জন ছিলÑ মারুফুল এবার মোহামেডানে যোগ দিচ্ছেন। কিন্তু তিনি যোগ দিলেন আরামবাগেই। গত প্রিমিয়ার লীগে বড় অঙ্কের অর্থে দলগঠন করা শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ ছিলেন মারুফুল। কিন্তু লীগ শুরুর পর টানা চার ম্যাচে দল হারলে মারুফুলের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যেই এএফসি কাপে খেলতে যায় রাসেল। সেখানেও প্রত্যাশিত ভাল খেলেনি রাসেল। এরপরই পদত্যাগ করেন তিনি। তারপর কয়েক মাস নিভৃতে থাকার পর আবারও দৃশ্যপটে উদয় হলেন আরামবাগের কোচ হয়ে। ২০০৮ সালে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু মারুফুলের। দুই বছরে ক্লাবটির হয়ে জেতেন দুবার ফেডারেশন কাপ ও একবার সুপার কাপ। প্রিমিয়ার লীগে দল হয় অপরাজিত রানার্সআপ। এরপর ২০১০ সালে চলে যান মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে। লীগে দল হয় রানার্সআপ। ২০১২ সালে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে কিছু ম্যাচ জিততে না পারলেও ২০১৩ সালে ঐতিহাসিক ‘ট্রেবল’ (লীগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ) জেতার স্বাদ পান। এর আগে ১৯৮২ সালে মোহামেডান এমন ট্রেবল জয়ের নজির গড়েছিল। চতুর্থ শিরোপাটিও জিততে পারতো রাসেল। কিন্তু সুপার কাপের ফাইনালে টাইব্রেকারে হেরে গেলে আর ইতিহাস গড়তে পারেনি মারুফুলের শেখ রাসেল। ২০১৪ সালে শেখ জামাল ধানম-ির হয়ে প্রিমিয়ার লীগের শিরোপা জেতার পর ভুটানে গিয়ে জেতেন কিংস কাপের শিরোপা। তারপর শেখ রাসেল এবং সর্বশেষে আরামবাগ। বুয়েটের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষক মারুফুল ফুটবলার হিসেবে ক্যারিয়ার না গড়লেও ফুটবল কোচ হিসেবে গড়ছেন উজ্জ্বল ক্যারিয়ার। ময়মনসিংহে জন্ম নেয়া মারুফুলের কোন আদর্শ কোচ না থাকলেও পছন্দ করেন জোসে মরিনহোর ট্রেনিং, পেপ গার্ডিওলার ডেডিকেশন, আর্সেন ওয়েঙ্গারের ট্যাকটিক্স ও স্যার এ্যালেক্স ফার্গুসুনের মোটিভেশন। বাংলাদেশের সাইফুল বারী টিটু, আবু ইউসুফ ও শফিকুল ইসলাম মানিকের কোচিংও ভাল লাগে তার। তিনি কি পারবেন আরামবাগের মতো মধ্যম সারির ক্লাবকে কোন ট্রফি এনে দিতে?
×