ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেসির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি বার্সিলোনার

প্রকাশিত: ০৫:৫৪, ৫ এপ্রিল ২০১৭

মেসির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। কাতালানদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি মৌসুমেই। অথচ এখন পর্যন্ত চুক্তি নবায়নের নাম গন্ধ নেই। অনেকেই শঙ্কিত, শেষ পর্যন্ত চুক্তিটা হবে কিনা। আর এ প্রসঙ্গে বার্সিলোনার সাবেক তারকা জাভি হার্নান্দেজ বলেছেন, মেসির সঙ্গে নতুন চুক্তি না হওয়াটা হবে ঐতিহাসিক ভুল। আরেক খবরে জানা গেছে, এই অপেক্ষার অবসান অচিরেই হতে যাচ্ছে। আগামী মাসেই মেসির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি হবে স্প্যানিশ পরাশক্তিদের। মেসির চুক্তি নবায়নের জন্য এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি মেসি বা বার্সার কেউই। পরিস্থিতি এভাবে চলতে থাকলে প্রিয় ক্লাবের সঙ্গে মেসির সম্পর্ক ছিন্নের সম্ভাবনাটিও একেবারে নাকচ করে দেয়া যায় না। সেটা ঘটলে মেসি ও বার্সা দুপক্ষের জন্যই এক ঐতিহাসিক ভুল হবে বলে সতর্ক করে দিয়েছেন জাভি হার্নান্দেজ। কাতালান ক্লাবটিতে সোনালী সময় কাটিয়ে গেছেন জাভি। মেসির সঙ্গে তার জুটি ছিল সাফল্যের রসায়নে ভরপুর। জাভি ভালভাবেই জানেন মেসি-বার্সা উভয়েরই এখনও একে অপরকে কতটা দরকার। সেটা দু’পক্ষের স্বার্থেই। সেই জ্ঞানটা মেসি ও বার্সা কর্তৃপক্ষের ভালই আছে বলে মনে করছেন জাভি। তাই দ্রুতই নতুন চুক্তির আশা তার। জাভি মনে করছেন উল্টোটা হলে সেখানে লাভ হবে না কারও। তিনি বলেন, আমি বিশ্বাস করি মেসি চুক্তি সেরেই ফেলবে। বার্সিলোনার জন্য মেসিকে দরকার, মেসির জন্যও তাই। ও এখন আগের চেয়ে বেশি সুখী, পরিণত আর শান্ত। তবে মেসির সাথে বার্সার নতুন চুক্তি না হওয়াটা হবে দু’পক্ষের জন্যই ঐতিহাসিক ভুল। সময় থাকতে থাকতে মেসির কদর বাড়ানো উচিত বলেও সাবেক ক্লাবকে ইঙ্গিতও দিয়ে রেখেছেন জাভি। বলেন, মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। ও যখন অবসরে চলে যাবে তখন ওর গুরুত্বটা বোঝা যাবে। তবে আগামী মাসেই সব অপেক্ষার অবসান হয়ে যেতে পারে। বার্সিলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছেন মেসি। জানা গেছে, নতুন চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মে মাসে কাতালান শহরটিতে আসবেন আর্জেন্টাইন অধিনায়কের বাবা ও প্রতিনিধি জর্জ মেসি। মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। সাম্প্রতিক সময়ে চুক্তি নবায়ন ইস্যুতে বেশ আলোচিত হয়। স্প্যানিশ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, সবঠিক থাকলে ২০২২ সাল পর্যন্ত ন্যুক্যাম্পে থাকছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। গত বছর নতুন চুক্তিতে স্বাক্ষর করেন মেসির আক্রমণভাগের সঙ্গী নেইমার ও লুইস সুয়ারেজ। এবার বার্সার প্রাণভোমরার পালা। ক্লাবের ধারাবাহিক সাফল্য বজায় রাখতে ‘এমএসএন’ ত্রয়ীকে দীর্ঘমেয়াদে পেতে দৃঢ়প্রতিজ্ঞ স্প্যানিশ জায়ান্টরা। চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলস্কোরার ২৯ বছর বয়সী মেসি। ২৫ ম্যাচে করেছেন সমান ২৫টি গোল। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছেন ৪১টি। ম্যাচ খেলেছেন ৪০। চুক্তি নবায়ন ঝুলে থাকায় অনেকদিন ধরেই মেসির বার্সা ছাড়া নিয়ে গুঞ্জনও চলছে। চুক্তি নবায়ন না হওয়াতে গুঞ্জনের ভিত্তিও আছে। এ কারণে চমক দেখানো চাইনিজ ক্লাবগুলো টাকার বস্তা নিয়ে মুখিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ককে দলে ভেড়াতে। শুধু তাই নয়, ইংলিশ প্রিমিয়ার লীগেও যেতে পারেন এমন গুঞ্জন অনেকদিনের। মেসির সাবেক কোচ পেপ গার্ডিওলা এখন ম্যানচেস্টার সিটির বস। গার্ডিওলা নাকি অনেকদিন ধরেই চাচ্ছেন মেসি ইতিহাদে আসুক। এমন অবস্থায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর ছিল, ন্যুক্যাম্পে থাকার জন্য বার্সিলোনা ম্যানেজমেন্টকে তিনটি শর্ত বেঁধে দিয়েছেন রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের ফিফা সেরা ফুটবলার। স্পেনের এক ক্রীড়া সাংবাদিক জানিয়েছেন, মেসি চীনে উড়ে যাওয়ার জন্য এক প্রকার মনস্থির করে ফেলেছেন। ২০১৮ সালে চুক্তির মেয়াদ শেষে ফ্রি-ট্রান্সফারে বার্ষিক ৮৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দূরপ্রাচ্যে পাড়ি দিতে পারেন ফুটবলের ক্ষুদে জাদুকর। এমন অবস্থায় মেসিকে দলে রাখতে হলে বার্সাকে তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমটিÑ কোচ লুইস এনরিকেকে বিদায় করে জর্জ সাম্পাওলিকে কোচ হিসেবে দিতে হবে। দ্বিতীয়Ñ আন্দ্রে গোমেজ ও পাকো আলকাসেরসহ নতুন কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করে দক্ষ কিছু খেলোয়াড় দলে ভেড়ানো। তিন নম্বরÑ নিজের বার্ষিক বেতন বাড়ানো। এসব শর্তের খবর এখন বাতাসে ভাসছে। তবে কতটুকু সত্য সে বিষয়ে এখনও পরিষ্কার না।
×