ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুলাইয়ে আসছে পাকিস্তান ক্রিকেট দল

প্রকাশিত: ০৫:৫৪, ৫ এপ্রিল ২০১৭

জুলাইয়ে আসছে পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। দুই টেস্ট, তিন ওয়ানডে ও এক ম্যাচের টি২০ সিরিজ খেলতে জুলাইয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সূচী এখনও নিশ্চিত হয়নি। তবে পাকিস্তান যে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে তা নিশ্চিত হয়ে গেছে। পাকিস্তানে দল পাঠাতে হবে। কিংবা পাকিস্তানকে আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে হবে। এসব বিষয়ে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজি নাও হয়, তাহলে বাংলাদেশে সিরিজ খেলতে আসবে পাকিস্তান। কারণ একটাই সিরিজে আছে ওয়ানডে সিরিজ। আর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে যত বেশি ওয়ানডে খেলতে পারে পাকিস্তান, ততই লাভ। এজন্য র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে। তা থাকতে হলে রেটিং পয়েন্ট বাড়ানোর চেষ্টা করতে হবে। রেটিং পয়েন্ট বাড়ানোর জন্য পাকিস্তানের চেয়ে বেশি পয়েন্ট থাকা দল কিংবা সমান পয়েন্ট থাকা দলের বিপক্ষে খেললে এবং জিততে পারলেই বেশি লাভ। আর তাই যে কোন মূল্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসবে পাকিস্তান। বিসিবির এক কর্মকর্তা এমন ইঙ্গিতই দিলেন। বললেন, ‘সবার ভেতরই এখন বিশ্বকাপ নিয়ে ভাবনা আছে। বিশেষ করে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ভেতর এ ভাবনাটা বেশি। বাংলাদেশ এখন সাত নম্বরে আছে। পাকিস্তান আছে আট নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ আছে নয় নম্বরে। রেটিং পয়েন্ট পার্থক্যও খুব বেশি নয়। তাই পাকিস্তান সিরিজটি এমনিতেই খেলবে মনে হয়।’ এরপরও পাকিস্তানকে বিশেষ সুবিধা দিতে চায় বিসিবি। সেই সুবিধা হচ্ছে পাকিস্তানে একটি দল পাঠানো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আগেই একটি প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানে গিয়ে দুটি টি২০ ম্যাচ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাতে একদমই সাড়া দেয়নি বিসিবি। কারণ নিরাপত্তা শঙ্কা। জাতীয় দলকে, জাতীয় দলের ক্রিকেটারদের কোনভাবেই পাকিস্তানে পাঠাতে রাজি নয় বিসিবি। তবে হাই পারফর্মেন্স দল (এইচপি) কিংবা একটি দল পাকিস্তানে পাঠাতে চায় বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই কলম্বোতে থাকা অবস্থাতে বলেছেন, ‘ওরা (পিসিবি) তো সবসময়ই চায় আমরা যাতে পাকিস্তানে যাই। কিন্তু এই অবস্থায় জাতীয় দল পাঠানোর কোন সুযোগ নেই। বিকল্প কি করা যায় তা নিয়েই আমরা এখন ভাবছি। একটি বয়সভিত্তিক দল পাকিস্তানে পাঠানো হবে।’ সঙ্গে পাকিস্তান যে বাংলাদেশে সিরিজ খেলতে আসবে, সেটিও নিশ্চিত করেছিলেন বিসিবি সভাপতি, ‘সিরিজ (বাংলাদেশে পাকিস্তানের সফর) নিয়ে কোন অনিশ্চয়তা নেই। পাকিস্তান জুলাইয়ে পূর্ণাঙ্গ সফরে আসবে।’ শুধু বাংলাদেশে যে সিরিজ খেলতে আসবে পাকিস্তান এমনটি নয়, পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতেও সিরিজ খেলতে চায়। বাংলাদেশে এসে তো খেলবেই, সুযোগ পেলেই সময় ও সুযোগ বুঝে নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে চায় পাকিস্তান। এ বছর সেপ্টেম্বরের মধ্যে যে আটটি দল র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকবে, তারাই ২০১৯ সালের বিশ্বকাপে খেলতে পারবে। এরমধ্যে ইংল্যান্ড স্বাগতিক হওয়ায় র‌্যাঙ্কিংয়ের সেরা সাতে যারা থাকবে, তারা বিশ্বকাপে সরাসরি অংশ নেবে। পাকিস্তানের মাথাতে সেই ভূতও আছে। এরমাঝে তারা বাংলাদেশ থেকে কিছু পাওয়ার আশা করছে। কলম্বোয় সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা হয়েছে। সেই সভাতেই বাংলাদেশের কোন একটি দল পাকিস্তানে পাঠানো নিয়ে বিসিবি সভাপতি ও পিসিবি সভাপতি শাহরিয়ার খানের সঙ্গে কথা হয়। সেই কথার পরই যে একটি দল বাংলাদেশ থেকে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে যায় তা বোঝাই যাচ্ছে। সেই দলটি যে এইচপি হতে যাচ্ছে তা শাহরিয়ার খানের কথাতেই আবার স্পষ্ট। সেই সঙ্গে জুলাইয়ে যে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে পাকিস্তান ক্রিকেট দল তাও নিশ্চিত করেন শাহরিয়ার। এটাও জানান, বাংলাদেশ চাইলে পাকিস্তানে যে সিরিজ হত সেটি নিরপেক্ষ কোন ভেন্যুতেও হতে পারে। শাহরিয়ার জানিয়েছেন, ‘বাংলাদেশ পাকিস্তানে তাদের হাইপারফর্মেন্স দল পাঠানোর ব্যাপারে রাজি হয়েছে। তারা এখনও জাতীয় দল পাঠাতে প্রস্তুত নয়। আমি নিশ্চিত বাংলাদেশের হাইপারফর্মেন্স দল পাকিস্তান সফরে যাওয়ার পর বাংলাদেশ জাতীয় দল পাকিস্তান সফর করবে।’ সঙ্গে যোগ করেন, ‘তবে দুই দেশ একমত হলে আমরা হয় বাংলাদেশে নয়তো তৃতীয় কোন দেশে খেলব। আমরা নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকেও বেছে নিতে পারি। তবে এটা বলতে পারি, সফর একটা হচ্ছেই।’ আর বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজটি পাকিস্তান নিজেদের তাগিদেই খেলবে। জুলাইয়েও অনায়াসেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
×