ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউরোপে গর্তে বাস করা মাছের খোঁজ

প্রকাশিত: ০৫:৪৭, ৫ এপ্রিল ২০১৭

ইউরোপে গর্তে বাস করা মাছের খোঁজ

ইউরোপে প্রথমবারের মতো গর্তে বাস করা এক মাছের খোঁজ পাওয়া গেছে। মহাদেশটির দ্বিতীয় বৃহত্তম দানিয়ুব নদীর তলদেশে একজন ডুবুরি মাছটির খোঁজ পান। মাছটি দেখতে অনেকটা আমাদের দেশের বাইন মাছের মতো। এটির শরীরের রং হালকা গোলাপী। তবে মাছটির শরীরে কোন ডোরাকাটা দাগ নেই। চোখ ছোট এবং দেখার ক্ষমতা অন্যান্য মাছের তুলনায় কম। দানিয়ুব নদীর জার্মান অংশের দক্ষিণাঞ্চলে মাছটি পাওয়া যায়। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে মোট দেড়শ প্রজাতির গর্তে বাস করা মাছ রয়েছে। কিন্তু এ্যান্টার্কটিকা ও ইউরোপ মহাদেশে এই জাতীয় মাছের বাস থাকতে পারে তা এতদিন বিজ্ঞানীদের ধারণার বাইরে ছিল। এই মাছ নিয়ে বিজ্ঞানীদের একটি গবেষণা সম্প্রতি কারেন্ট বায়োলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়েছে, ডুবুরি জোয়াচিম রাসেলমেয়ার ২০১৫ সালের আগস্ট মাসে দানিয়ুব নদীর গভীর তলদেশে একটি অদ্ভুদ মাছের সাঁতার কাটা দেখেন। পরে আরও অন্তত ৩০ জন ডুবুরি এই মাছের সাতার কাটার দৃশ্য পর্যবেক্ষণ করেন। রাসেলমেয়ার বলেন, প্রচুর স্রোত, আলোর স্বল্পতা, প্রচ- ঠা-া ও গর্তটি অত্যন্ত সরু হওয়ায় আমরা সেদিন মাছটিকে বেশি সময় ধরে পর্যবেক্ষণ করতে পারিনি। আবার বিরূপ আবহাওয়ার কারণে আমরা তৎক্ষণাৎ ওই গর্তের কাছে পৌঁছাতে পারিনি। তবে আমরা মাছটির কিছু ছবি তুলে এনেছিলাম। তখন আমরা মনে হয়েছিল এটি বিশেষ ধরনের মাছ হতে পারে। তবে এটির এতটা গবেষণা মূল্য থাকতে পারেÑ তা আমার মাথায় আসেনি। আমরা ছবিগুলো গুহা বিজ্ঞানীদের কাছে পাঠাই। পরে বিজ্ঞানীরা কিছু গর্তে বাস করা মাছ সংগ্রহ করেন এবং এই ছবির সঙ্গে ওই মাছগুলোর সাদৃশ্য খোঁজার চেষ্টা করেন। একই সঙ্গে মাছটির শারীরিক গঠন ও বংশগত বৈশিষ্ট পরীক্ষা করেন। এরপর বিজ্ঞানীরা প্রথমবারের মতো ইউরোপে গর্তে বাস করা মাছের বিষয়ে নিশ্চিত হন। গবেষকরা বলছেন ২০ হাজার বছর আগে ইউরোপ থেকে এই জাতীয় মাছের অস্তিত্ব বিলীন হয়ে যায়। -এএফপি ও বিবিসি অবলম্বনে।
×