ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রুডোর চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৫:০৩, ৫ এপ্রিল ২০১৭

ট্রুডোর চ্যালেঞ্জ

কানাডার অনেক লোকের মধ্যে এখন টানটান উত্তেজনা। রুদ্ধশ্বাস অপেক্ষা। বিশেষ করে যারা বক্সিং খেলা পছন্দ করেন তাদের ঘুম হারাম। কারণ বক্সিং ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা ঘটতে যাচ্ছে। কেন না কোন দেশের প্রধানমন্ত্রীর বক্সিং রিংয়ে নামার ঘটনা বোধহয় এই প্রথম। টানা ৩৫ বছর পর ফের বক্সিং রিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাও আবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ম্যাথিউ পেরির সঙ্গে। মজার ব্যাপার, এ অভিনেতা তারই ছোটবেলার বন্ধু। এক স্কুলের খেলার মাঠে হবে এ আকর্ষণীয় লড়াই। কানাডার সবার অপেক্ষা এখন, কে হারে আর কে জেতে তা দেখার। এরই মধ্যে ট্রুডো এক টুইট বার্তায় বন্ধুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। টুইটের পরই বিষয়টি নিয়ে অনেকে হইচই শুরু হয়েছে। তারা দাবি করে বসেছেন, বক্সিং ইতিহাসে কিছু নাম এখনও উজ্জ্বল। মোহাম্মদ আলী বনাম জো ফ্রেজার, ইভান্ডার হলিফিল্ডের সঙ্গে মাইক টাইসন, সুগার রায় লিওনার্ড বনাম টমি হেয়ারন্স। এবার এসব নামের পাশে নতুন করে যোগ হতে যাচ্ছে ট্রুডো বনাম ম্যাথিউ পেরি। এরই মধ্যে পাল্টা জবাবও দিয়েছেন পেরির আরেক বন্ধু মার্কিন টকশো উপস্থাপক জিমি কিমেল। তার দাবি প্রাইমারি স্কুলে থাকতে আমরা দুই বন্ধু মিলে একজনকে মেরেছিলাম। তিনি বোধ হয় এই জাস্টিন ট্রুডো। তবে ট্রুডোর আমন্ত্রণের ব্যাপারে দ্বিতীয়বার ভেবে দেখবেন পেরি। -ন্যাশনাল পোস্ট অবলম্বনে।
×