ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিইউ’র ১৫০ সদস্য কুমিল্লা যাচ্ছেন আজ

প্রকাশিত: ০৫:০২, ৫ এপ্রিল ২০১৭

আইপিইউ’র ১৫০ সদস্য কুমিল্লা যাচ্ছেন আজ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৪ এপ্রিল ॥ বুধবার কুমিল্লায় আসছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বিভিন্ন দেশের ১৫০ জন সদস্য। জেলার কোটবাড়ি এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) তারা প্রতœতাত্ত্বিক এলাকা পরিদর্শনসহ দিনভর ব্যস্ত সময় কাটাবেন। এ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জানা গেছে, ঢাকায় আইপিইউ’র ১৩৬তম এ্যাসেম্বলিতে অংশগ্রহণকারী সেক্রেটারি জেনারেলদের ১৫০ সদস্যের একটি দল বুধবার সড়কপথে বাসযোগে ঢাকা থেকে কুমিল্লা কোটবাড়ির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বেলা ১১টার দিকে পৌঁছবেন। তারা বেলা সাড়ে ১১টার দিকে বার্ড অডিটরিয়ামে ড. আখতার হামিদ খানের ‘কুমিল্লা পদ্ধতি’ এবং বার্ডের কার্যক্রমসহ জেলার প্রতœতাত্ত্বিক নিদর্শন নিয়ে প্রেজেন্টেশন, ১২টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বেলা সাড়ে ১২টার দিকে তারা বার্ড পরিদর্শন করবেন। এরপর বার্ড ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজ শেষে বেলা সোয়া ২টার দিকে ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন করবেন। বিকেল ৪টায় তারা বার্ডে চা-চক্র শেষে ঢাকার উদ্দেশে কুমিল্লা ছেড়ে যাবেন। এদিকে আইপিইউ সদস্যদের কুমিল্লায় সফর উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন-শৃঙ্খলাবাহিনী। জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, অতিথিদের কুমিল্লায় আগমনের পর জেলার প্রবেশদ্বার দাউদকান্দি থেকে বার্ড ভেন্যু পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে গত ২ এপ্রিল রবিবার থেকে কোটবাড়ি বিশ্বরোড রাস্তার মাথা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রবেশে বেলতলী রাস্তার মাথা, চাঙ্গিনী মোড় রাস্তার মাথা, সাওড়াতলী রাস্তার মাথা, আদিনামূড়া ৩ রাস্তার মাথা, কালিবাড়ি হতে কোটবাড়ি রাস্তার মাথা, বার্ডের প্রধান ফটকসহ ৭টি পয়েন্টে চেকপোস্ট এবং পুলিশ-বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। মঙ্গলবার থেকে ১০টি পয়েন্টে স্কেলিটন ডেপ্লয়মেন্ট ৪০ জন সদস্য রাখা হয়েছে। এছাড়াও বিজিবির টহল জোরদার করা হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন জানান, আইপিইউ সদস্যদের নিরাপত্তার জন্য জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে ১১টি সেক্টরে ভাগ করে পোশাকধারী ও সাদা পোশাকসহ মোট ১ হাজার ১৬১ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ প্রায় দেড় হাজার সদস্য দেড়শ’ জন আইপিইউ সদস্যগণের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম জানান, ১৩২টি দেশের স্পীকার, ডেপুটি স্পীকারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বুধবার কুমিল্লা সফরে আসছেন। অতিথিদের আগমন, অবস্থান ও বিদায় পর্যন্ত বার্ডের আয়োজনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
×