ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদের ‘অনন্য ছবি’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৫:০২, ৫ এপ্রিল ২০১৭

অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদের ‘অনন্য ছবি’ বইয়ের মোড়ক উন্মোচন

বিশেষ প্রতিনিধি ॥ শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু-কিশোরকে নিয়ে ২৬০টি ছবি নিয়ে একটি বই প্রকাশ করেছেন অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩৬তম আইপিইউ সম্মেলনে দেশী-বিদেশী অতিথির সামনে সায়মা হোসেনের সম্পাদনায় প্রকাশিত ‘অনন্য ছবি’র বইয়ের মোড়ক উন্মোচন করে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী রঙিন বিশ্ব নির্মাণে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের বিভিন্নস্থান থেকে বিশেষ দক্ষতাসম্পন্ন (অটিস্টিক) শিশুশিল্পীর ২৬০টি চিত্রকর্ম স্থান পেয়েছে বইটিতে। সায়মা হোসেনসহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং। এ সময় ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, সংসদ সদস্যবৃন্দ এবং আইপিইউ সম্মেলনে আগত বিদেশী অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। বইটির প্রচ্ছদ এ৭কেছেন শিল্পী পশলা ও ধ্রুপদ। স্পীকার বলেন, সমাজের শারীরিক ও মানসিকভাবে অক্ষম জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা ও তাদের অধিকার সম্পর্কে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে সংসদ সদস্যগণ ভূমিকা পালন করতে পারেন। এ বিষয়ে সারা বিশ্বের সংসদ সদস্যগণ ভূমিকা পালন করবেন এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আইপিইউ এ্যাসেম্বলির মতো মর্যাদাপূর্ণ একটি অনুষ্ঠানে বিদেশীদের উপস্থিতিতে এমন একটি আর্ট পুস্তকের মোড়ক উন্মোচন বিদেশীদের এ কাজের প্রতি সংহতির বহির্প্রকাশ। এ ধরনের কাজে সম্মিলিত প্রয়াস নিতে হবে। তিনি বলেন, শারীরিক ও মানসিকভাবে অক্ষমদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। এদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। এই আর্ট পুস্তকের রঙিনের মতো আমরা সারা পৃথিবীর সঙ্গে একইভাবে রঙিন বিশ্ব বিনির্মাণে কাজ করে যাব। তিনি এ ধরনের কাজে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের লাইসেন্সপ্রাপ্ত একজন স্কুল সাইকোলজিস্ট সায়মা ওয়াজেদ চিত্রকর্ম সংগ্রহের বিষয়ে বিস্তারিত বিবরণ দেন এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যথাযথ সহযোগিতা প্রদান ও তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কিভাবে কাজ করে যাচ্ছেন সে ব্যাপারে তার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, বিশেষভাবে সক্ষম সমাজের এ সব ব্যক্তির জন্য আমাদের অনেক কিছুই করার রয়েছে। তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ মানবতার প্রতি দায়িত্ব পালন। সায়মা হোসেন বলেন, অটিজম আক্রান্ত শিশু-কিশোর ও তরুণদের নিয়ে ২৬০টি চিত্রকর্ম আছে। তাই বইটি এসব শিল্পীর স্বপ্ন। এই বইয়ের মাধ্যমে তারা পুরো বিশ্বকে দেখছে। এসব ছবিতে তাদের চিন্তার জগতকে চেনা যাবে। তারা কি করে প্রকৃতিকে দেখে, উৎসবকে দেখে, কি করে আমাদের ইতিহাসকে দেখে তা এর মধ্য দিয়ে ফুটে উঠেছে। তিনি বলেন, বছরের পর বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব অটিস্টিক শিল্পীর আঁকা চিত্রকর্ম সংবলিত যেসব গিফট কার্ড ছেপেছেন, সেখান থেকে বইয়ের অনেক ছবি সংগ্রহ করা হয়েছে। বই বিক্রির টাকা সূচনা ফাউন্ডেশনকে দেয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিশেষভাবে সক্ষম সমাজের ব্যক্তিদের এ সব মানুষের জন্য অনেক কিছু করার রয়েছে। আমরা যেন অটিজমদের অসাধারণ এসব দিক দিয়েই তাদের দেখি। তারা অটিস্টিক। এই অসুস্থতা দিয়ে যেন তাদের বন্দী না করি। একটু সুযোগ পেলেই অটিস্টিকরা তাদের মেধার বিকাশ ঘটিয়ে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
×