ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘাটাইলে কৃমিনাশক খেয়ে ৪০ শিক্ষার্থী অসুস্থ

প্রকাশিত: ০৪:৩৮, ৫ এপ্রিল ২০১৭

ঘাটাইলে কৃমিনাশক খেয়ে ৪০ শিক্ষার্থী অসুস্থ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ এপ্রিল ॥ ঘাটাইল উপজেলায় কৃমিনাশক খেয়ে ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এসব শিক্ষার্থীকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গালাগণ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। শিক্ষক ও শিক্ষার্থীর স্বজনরা জানায়, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার গালাগণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, কৃমিনাশক এ ট্যাবলেট খাওয়ানোর পরপরই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। এতে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে তারাও অসুস্থ হয়ে পড়ে। তাদের ভ্যান, নসিমন ও গাড়িতে করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থরা হলো- ষষ্ঠ শ্রেণীর কুলসুম, সুমি, কলি, মাফিয়া, মীম, আরজিনা, যুথি, মাহমুদা, আলিফা, সপ্তম শ্রেণীর তৃষা, শাহিনা, বীনা, মিতু, নবম শ্রেণীর তন্নী, সীমা, মিনারা। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নারায়ণ চন্দ্র সাহা জানান, খালি পেটে কৃমির ওষুধ খেলে কিছুটা খারাপ লাগতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাউফলে ভিজিডির চাল বিতরণ বন্ধ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৪ এপ্রিল ॥ বাউফলের ধুলিয়া ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বস্তায় পরিমাণমতো চাল না থাকায় ইউএনওর নির্দেশে বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়। জানা গেছে, মহিলা বিষয়ক অধিদফতরের মাধ্যমে মঙ্গলবার ওই ইউনিয়নের ১৬২ দুস্থ ও অসহায় নারীর মধ্যে ভিজিডির চাল বিতরণের কথা ছিল। প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে চাল দেয়ার কথা। ওই দিন তিন মাসের (জানুয়ারি-মার্চ) ৯০ কেজি দেয়ার কথা । কিন্তু ওই ইউপির চেয়ারম্যান আনিচুর রহমান ওরফে আবদুর রব তা না করে খোলা বস্তায় ২২ কেজি করে চাল বিতরণ করছিলেন। এ অভিযোগ পেয়ে বিতরণস্থলে গিয়ে তিন বস্তা চাল ওজন করে দেখা গেছে, প্রথম বস্তায় ২২ কেজি, দ্বিতীয় বস্তায় ২৪ দশমিক ৮৭ কেজি ও তৃতীয় বস্তায় ২৫ দশমিক ৪৬ কেজি চাল পাওয়া গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, বস্তায় চালের পরিমাণ কম থাকায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বিতরণ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। ওই ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান বলেন, খাদ্য গুদাম থেকে যেভাবে চাল পেয়েছি সেভাবেই চাল বিতরণ করেছি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস ছালাম বলেন, প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। যার মুখ সেলাই করা। কম হওয়ার কোন সুযোগ নেই। তাছাড়া খাদ্য গুদাম থেকে নেয়ার সময় তিনি (ইউপি চেয়ারম্যান) বুঝে নিয়েছেন। সাতক্ষীরায় ৪ দিন পর ধর্ষণ মামলা রেকর্ড স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মালয়েশিয়ায় চাকরি দেয়ার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে ঢাকার একটি বাড়িতে আটকে রেখে টানা ১২ দিন গণধর্ষণের শিকার গৃহবধূর মামলা রেকর্ড করেছে পুলিশ। অভিযোগ দেয়ার চার দিন পর মঙ্গলবার সাতক্ষীরা সদর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা রেকর্ড হলো। মামলা নং ১৩। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারা জবানবন্দী রেকর্ড করা হয়েছে।
×