ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লাঙ্গলবন্দে স্থানোৎসব ॥ পুণ্যার্থীদের ঢল

প্রকাশিত: ০৪:৩৬, ৫ এপ্রিল ২০১৭

লাঙ্গলবন্দে স্থানোৎসব ॥ পুণ্যার্থীদের ঢল

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পুণ্য স্থানোৎসব মঙ্গলবার বিকেল ৩টা ৩২ মিনিট ২৭ সেকেন্ডে শেষ হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সোমবার বিকেল ৫টা ৪১ মিনিট ৭ সেকেন্ডে মহাষ্টমী স্থানের লগ্ন শুরু হয়। স্থানোৎসবে লাখ লাখ পুণ্যার্থীর ঢল নামে। এবার স্থানোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৮-১০ লাখ পুণ্যার্থী অংশ নিয়েছে বলে স্থান উদযাপন কমিটির নেতৃবৃন্দরা জানান। নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ, র‌্যাব, আনসার, ডিবি ও স্বেচ্ছাসেবকসহ সহস্রাধিক সদস্য। হে মহাভাগ ব্রহ্মপুত্র হে লোহিত্য আমার পাপ হরণ কর’ এই মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দুর্বা, হরীতকী, ডাব, আম্র ও পল্লবসহ প্রতিবারের মতো এবারও পুণ্যার্থীরা স্থান করছেন। এদিকে স্থান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের ঢল নামে লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকা। পাপ মোচনের আশায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পুণ্যার্থী নর-নারী, শিশু ও কিশোর-কিশোরীদের স্থানোৎসবে যেন প্রাণবন্ত হয়ে উঠে ব্রহ্মপুত্র নদ। পাপ মোচন ছাড়াও বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভের আশায়ও এসেছেন অনেকেই। স্থান উদযাপন কমিটি নেতৃবৃন্দরা জানান, এবার ১৮টি ঘাটের মাধ্যমে স্থানোৎসব অনুষ্ঠিত হয়। ঘাটগুলো- আড্ডা হরিরামপুর ঘাট, নলিত মোহন সাধু ঘাট, নাসিম ওসমান ঘাট, অন্নপূর্ণা ঘাট, রাজঘাট, মাকরী সাধু ঘাট, গান্ধি (শশ্মান) ঘাট, ভদ্রেশ্বরী কালী ঘাট, জয়কালী মন্দির ঘাট, পাষাণকালী মন্দির ঘাট, মনোজকান্তি বড়াল ঘাট, প্রেমতলা ঘাট, মনি ঋষিপাড়া ঘাট, ব্রহ্ম মন্দির ঘাট, দক্ষিণেশ্বরী ঘাট, কালীগঞ্জ পঞ্চপা-ব ঘাট ও সাবদী কালীবাড়ি ঘাট।
×