ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেড়ায় টর্নেডো ॥ দুই গ্রাম লণ্ডভণ্ড, আহত ১৫০

প্রকাশিত: ০৪:৩৪, ৫ এপ্রিল ২০১৭

বেড়ায় টর্নেডো ॥ দুই গ্রাম লণ্ডভণ্ড, আহত ১৫০

সংবাদদাতা, বেড়া, পাবনা, ৪ এপ্রিল ॥ আমিনপুর থানার আহাম্মদপুর ইউনিয়নের দুটি গ্রাম সোমবার রাতে টর্নেডোর আঘাতে ল-ভ- হয়ে গেছে। টর্নেডোতে ওই দুই গ্রামের প্রায় তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে শিশুসহ ১৫০ নারী-পুরুষ আহত হয়েছেন। এছাড়া পাবনা পল্লী বিদ্যুত সমিতি-২’র ৩৩ কেভি লাইনের ৫/৬টি খুঁটি ভেঙ্গে ও বৈদ্যুতিক তার ছিঁড়ে, দুটি ট্রান্সফরমার বিকল হয়ে বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। অসংখ্য গাছপালা ও হাজার হাজার মন পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে আহাম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর (দপপাড়া) ও বদনপুর গ্রামের ওপর দিয়ে আকস্মিকভাবে প্রায় ২০ মিনিট স্থায়ী টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জঙ্গীমুক্ত করার শপথ মুক্তিযোদ্ধাদের সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ৪ এপ্রিল ॥ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে দেশ জঙ্গী, সস্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার শপথ নিলেন মুক্তিযোদ্ধারা। ১৯৭১ সালে ৪ এপ্রিল যে বাংলাতে বসে তৎকালীন সেনা কর্মকর্তারা দেশ স্বাধীন করার শপথ নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই স্থানে বসেই জঙ্গীবাদমুক্ত করার শপথ নেন। এতে ঢাকা, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা থেকে কয়েক হাজার মুক্তিযোদ্ধা জড়ো হয়ে তেলিয়াপাড়া দিবসের স্মৃতিচারণ করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মুর্শেদ খানের (বীরবিক্রম) সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ সেক্টর কমান্ডার সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অবঃ) কে এম শফিউল্লাহ (বীর উত্তম)। চাঁপাইয়ে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শহরের ক্লাব সুপার মার্কেটের সামনে সোমবার রাতে ঘুষির আঘাতে এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বহরম গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইউসুফ আলী (৪০)। পুলিশ জানায়, রাতে ক্লাব সুপার মার্কেটের সামনে একটি চায়ের দোকানে পিকনিক করছিল বেশ কয়েকজন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে একজন ইউসুফ আলীকে ঘুষি মারে। সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×