ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মা ও নবজাতকের মৃত্যু ॥ ক্লিনিক ভাংচুর, আটক তিন

প্রকাশিত: ০৪:৩৩, ৫ এপ্রিল ২০১৭

মা ও নবজাতকের মৃত্যু ॥ ক্লিনিক ভাংচুর, আটক তিন

সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ, ঢাকা, ৪ এপ্রিল ॥ নবাবগঞ্জে পাড়াগ্রাম জেনারেল হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে ওই ক্লিনিক ভাংচুর করেছে রোগীর স্বজন ও উত্তেজিত এলাকাবাসী। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের দুই নার্স ও ম্যানেজারকে আটক করেছে পুলিশ। ঘটনার পর গা ঢাকা দিয়েছে ক্লিনিকের মালিক পক্ষ। জানা যায়, মঙ্গলবার ভোরে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চর পল্টন গ্রামের রমজানের স্ত্রী নূরুন্নাহার বেগমের প্রসব ব্যথা শুরু হলে বাড়ির লোকজন তাকে ওই ক্লিনিকে নিয়ে আসে। ডাক্তার না থাকায় তারা রোগীকে নবাবগঞ্জ উপজেলা সদরের হাসপাতালে নিয়ে যেতে চান। কিন্তু সেখানে দায়িত্বে থাকা মালিকপক্ষ কিছুক্ষণের মধ্যে ডাক্তার আসবে এমন আশ্বাস দিয়ে ওই নারীকে ভর্তি রাখেন। সকাল ৬টার দিকে নুরুন্নাহারের শারীরিক অবস্থা গুরুতর হলে ওই ক্লিনিকে থাকা মাহফুজা ও কহিনুর নামের দুই নার্স অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তার সিজার করেন। সে সময় অপারেশন থিয়েটারে মা ও নবজাতকের মৃত্যু হয়। খাদ্যগুদাম কর্মকর্তা আটক ॥ গম জব্দ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৪ এপ্রিল ॥ সরকারী নির্দেশনা না মেনে গম অন্যত্র সরানোর অভিযোগে নাটোরের সরকারী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদাত হোসেনকে আটক করেছে পুলিশ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামাণিককে অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে আটক করলেও মঙ্গলবার দুপুরে তাকে আটক দেখানো হয়। এ সময় ১০ টন সরকারী গম জব্দ করা হয়েছে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, সরকারী গুদাম থেকে সরকার নির্ধারিত মিল মালিকদের কাছে গম সরবরাহ করার নির্দেশ রয়েছে। কিন্তু সেই নির্দেশ না মেনে নির্ধারিত সময়ের পর সোমবার রাতে গুদাম থেকে ১০ টন গম অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামাণিক। গুদামে অভিযান চালানো হয়। অভিযানকালে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১০ টন সরকারী গম জব্দ করা হয় এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদাত হোসেনকে আটক করা হয়।
×