ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুকিয়ে যাচ্ছে শীষ

যশোরে এবার ধানক্ষেতে ব্লাস্ট সংক্রমণ

প্রকাশিত: ০৪:৩৩, ৫ এপ্রিল ২০১৭

যশোরে এবার ধানক্ষেতে ব্লাস্ট সংক্রমণ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের ১৩২ হেক্টর জমির বোরো ধানক্ষেতে দেখা দিয়েছে ছত্রাকজনিত ব্লাস্ট রোগ। বৈরী আবহাওয়ার কারণে ধানে ছত্রাকজনিত রোগের সংক্রমণ ঘটেছে। এতে ধানের শীষ শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে। ফলে মাথায় হাত উঠেছে কৃষকের। তারা ফলন বিপর্যয়ের আশঙ্কায় রয়েছেন। এদিকে, সোমবার যশোরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছে জাতীয় কৃষক সমিতি জেলা শাখা। তবে কৃষি বিভাগ বলছে, ঠা-া-গরম আবহাওয়ার কারণে ব্লাস্ট রোগের সংক্রমণ হয়েছে। এই জেলায় ব্লাস্টসংক্রমিত ১২১ হেক্টর জমির ছত্রাক দমন করা সম্ভব হয়েছে। বাকি জমিতেও দমনের চেষ্টা করা হচ্ছে। যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, যশোর জেলায় ১শ’ ৩২ হেক্টর বোরো আবাদে ছত্রাকজনিত ব্লাস্ট রোগের সংক্রমণ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কেশবপুরের ৫১ হেক্টর এবং সবচেয়ে কম চৌগাছায় এক হেক্টর জমি। এ ছাড়া, যশোর সদরে ছয় হেক্টর, শার্শায় আট হেক্টর, ঝিকরগাছায় ১৭ হেক্টর, অভয়নগরে ৩২ হেক্টর, বাঘারপাড়ায় দুই হেক্টর ও মণিরামপুরে ১৫ হেক্টর আক্রান্ত জমির ধান রয়েছে। যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ১৩২ হেক্টর জমির ধান ব্লাস্ট রোগে আক্রান্ত। এর মধ্যে ১২১ হেক্টর জমির ধানের সংক্রমণ দমন সম্ভব হয়েছে। বাকি ১১ হেক্টরে দমনের চেষ্টা চলছে। আসামির আদালতে স্বীকারোক্তি শরীয়তপুরে শিশু ধর্ষণ নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৪ এপ্রিল ॥ নড়িয়ায় দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে আটককৃত কবির হোসেন মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। জবানবন্দী শেষে তাকে শরীয়তপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে নির্যাতনের শিকার শিশুটি এখন শঙ্কামুক্ত বলে তার পরিবারের স্বজনরা জানিয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জানা গেছে, অভিযুক্ত কবির হোসেনকে আটকের পর শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান তাকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদিকে অপর অভিযুক্ত রাকিব হোসেনের মা লাকী বেগমকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত শনিবার বিকেলে স্কুল শেষে বাড়ি ফিরে সহপাঠীদের সঙ্গে খেলা করছিল শিশুটি। এ সময় রাকিব এবং কবির শিশুটিকে ধর্ষণ করে।
×