ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণের সীমা বাড়ল

প্রকাশিত: ০৪:৩১, ৫ এপ্রিল ২০১৭

ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণের সীমা বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভোক্তা ঋণের (ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত) সীমা দ্বিগুণ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ক্রেডিট কার্ডের বিপরীতে সর্বোচ্চ ২৫ লাখ ও ব্যক্তিগত ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এতদিন যথাক্রমে সর্বোচ্চ ২০ ও ১০ লাখ টাকা ঋণ নেওয়া যেতো। মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে বিনা জামানতে ক্রেডিট কার্ডের বিপরীতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। এতদিন এধরনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা ঋণ দিতো ব্যাংক। আর জামানতের বিপরীতে এখন থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। আগে এক্ষেত্রে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ ছিল। একই সার্কুলারে ব্যক্তিগত ঋণসহ বিভিন্ন জিনিস কেনাকাটায় জামানতবিহীন ঋণ সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। আর জামানত নিয়ে এখন থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। আগে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেওয়ার সুযোগ ছিল। বাজেট ভোক্তাবান্ধব হতে হবে ॥ ক্যাব অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে ভোক্তাবান্ধব হতে হবে বলে জানিয়েছে কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে বাজেট ও ভোক্তা স্বার্থ শীর্ষক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান ক্যাবের সভাপতি গোলাম রহমান। তিনি বলেন, ভোক্তার চাহিদার সঙ্গে পণ্য উৎপাদন এবং আমদানি-রফতানির নিবিড় সম্পর্ক রয়েছে। তাই কর্মসংস্থান বৃদ্ধি, আয়ের সুষম বণ্টন ও বৈষম্য হ্রাস, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা রক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করে উচ্চহারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন বাজেটের মূল লক্ষ্য নির্ধারণ করতে হবে।
×