ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবহাওয়া ও জলাবায়ু সেবা প্রকল্পে ৯০৪ কোটি টাকা দিচ্ছে আইডিএ

প্রকাশিত: ০৪:৩০, ৫ এপ্রিল ২০১৭

আবহাওয়া ও জলাবায়ু সেবা প্রকল্পে ৯০৪ কোটি টাকা দিচ্ছে আইডিএ

স্টাফ রিপোর্টার ॥ দেশের আবহাওয়া, পানি এবং জলাবায়ু সংক্রান্ত একটি সেবাধর্মী প্রকল্পে ১১৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিতে যাচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯০৪ কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে)। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে এ অর্থ ‘বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা’ শীর্ষক প্রকল্পে ব্যয় করা হবে। এ লক্ষ্যে আজ বুধবার বাংলাদেশ সরকার এবং আইডিএ’র মধ্যে একটি ঋণচুক্তি সই হওয়ার কথা রয়েছে। রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে এ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সারা হবে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম এবং আইডিএ’র পক্ষে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান চুক্তিতে সই করবেন। ইআরডি সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, আইডিএ থেকে সাধারণত সহজশর্তে ঋণ পাওয়া যায়। এ ঋণে সুদের হার শূন্য বা ১ শতাংশের কম। ২৫ থেকে ৪০ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হয়। আর গ্রেস পিরিয়ড ৫ থেকে ১০ বছর। সূত্র জানায়, সরকারের তিনটি সংস্থা বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদফতর যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মোট ব্যয় ৯৮০ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নের পরিমাণ প্রায় ৯০৪ কোটি টাকা। অবশিষ্ট অর্থ সরকারের নিজস্ব তহিবল থেকে যোগান দেয়া হবে। প্রকল্পটি জুলাই ২০১৬ হতে জুন ২০২১ পর্যন্ত বাস্তবায়িত হবে। আইপিইউ এ্যাসেম্বলি ফেয়ারে দেশীয় পণ্য অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন। একই সঙ্গে চলছে ‘আইপিইউ এ্যাসেম্বলি ফেয়ার-২০১৭’। যেখানে বাংলাদেশের একমাত্র ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল পণ্য রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে অংশ নিয়েছে ওয়ালটন। মেলায় আগত বিদেশী অতিথিরা প্রশংসা করছেন ওয়ালটন পণ্যের। সম্মেলনে যোগ দিতে আসা বিদেশী স্পীকার এবং সংসদ সদস্যদের সামনে প্রদর্শিত হচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টিভি, এয়ার কন্ডিশনার, ইলেক্ট্রিক সুইস-সকেট, বিভিন্ন ধরনের এলইডি লাইটসহ অসংখ্য হোম ও ইলেক্ট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেস। মেলা শেষ হচ্ছে আজ বুধবার। ১ এপ্রিল শুরু হওয়া পাঁচ দিনের মেলায় দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের তৈরি বিভিন্ন পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি, নিখুঁত ফিনিশিং ও আকর্ষণীয় ডিজাইন দেখে মুগ্ধ হন সম্মেলনে অংশ নেয়া বিশ্ব নেতৃবৃন্দ। বাংলাদেশে আন্তর্জাতিক মানদ- অনুযায়ী ব্যাপক বিদ্যুত সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ ও এয়ার কন্ডিশনার তৈরি হওয়ায় এবং ফ্রিজের কম্প্রেসারে পরিবেশবান্ধব আর৬০০এ গ্যাস ব্যবহার হচ্ছে।
×